মাধ্যমিক বাংলা
আফ্রিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যামূলকসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
- "স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে" -স্রষ্ট নিজের প্রতি অসন্তোষে কি করেছিলেন?
- 'তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে"-'তাঁর'বলতে কার কথা বোঝানো হয়েছে? এরূপ আচরণের কারণ ব্যাখ্যা করো ।
- "ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে,"-কে, কাকে, কোথায় ছিনিয়ে নিয়ে গেলো?
- "চিনছিলে জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত,/প্রকৃতির দৃষ্টি অতীত জাদু" -তাৎপর্য বিশ্লেষণ করো।
- "বিদ্রুপ করছিলে ভীষণকে"-কে, কিভাবে ভিশনকে বিদ্রুপ করছিল?
- "হায় ছায়াবৃতা" - 'ছায়াবৃতা' বলতে কার কথা বোঝানো হয়েছে? 'হায়'শব্দটি প্রয়োগের কারণ কি?
- "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে," -কারা হাতকড়ি নিয়ে এলো? তারা কেমন মানুষ?
- "গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরন্যের চেয়ে।"- 'সূর্যহারা অরণ্য' বলতে কবি কী বুঝিয়েছেন? কারা কেন গর্বে অন্ধ?
- "সব্বির বর্বর লোভ/লগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।"-সভ্যের 'বর্বর লোভ' ও 'নির্লজ্জ ও মানুষতা বলতে কবি কী বুঝিয়েছেন?
- "মন্দিরে বাজছিল পূজার ঘন্টা" - কোথায় এবং কখন পূজার ঘন্টা বাজছিলো?
- "অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনে অন্তিমকাল,"- কারা, কখন দিনের অন্তিমকাল ঘোষণা করল?
- "এসো যুগান্তরের কবি," - 'যুগান্তের কবি'-র কাছে কার কোন বার্তার কথা কবিতায় বলা হয়েছে?
- "দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে;" - 'মানহারা মানবী' বলতে কাকে বোঝানো হয়েছে? কি মানহারা মানবীর দ্বারে এবং কেন দাঁড়াবে?
- "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।" - এখানে 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে? শেষ পুণ্যবাণীটি কি ছিল?
নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
- "সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য," - কে কখন দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল? সেই সময় তার আর কি অভিজ্ঞতা হয়েছিল তা প্রসঙ্গ অনুসারে লেখ?
- "হায় ছায়াবৃতা," - ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি আর কি বলেছেন তা সংক্ষেপে লেখ।
- "নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।" - কারা এবং কিভাবে নির্লজ্জের মত অমানুষতা প্রকাশ করেছিল?
- "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।" - কারা এবং কিভাবে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল?
- "এসো যুগান্তরের কবি," - কেন যুগান্তরের কবিকে আহবান করেছেন? যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন?
- আফ্রিকা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
----------------------------------------------------
West Bengal Class 10 Bengali Suggestion 2021 PDF
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 history pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik 2021 suggestion pdf
2021 madhyamik bengali rachana suggestion
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ