মাধ্যমিক বাংলা
আয় আরো বেঁধে বেঁধে থাকি
শঙ্খ ঘোষ
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
- "পায়ে পায়ে হিমানীর বাঁধ" - 'পায়ে-পায়ে বলতে এখানে কী বোঝানো হয়েছে?
উত্তর : প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে।
- "আমাদের পথ নেই কোন" -এ কথা মনে হওয়ার কারণ কি?
উত্তর : আজকের পৃথিবীতে অসহায়, নিরুপায় মানুষ প্রতিকূল অবস্থায় পড়ে দিশাহীন।
- "আমাদের শিশুদের শব /ছড়ানো রয়েছে কাছে দূরে!" -একথা বলার অর্থ কি?
উত্তর : সমকালীন পরিস্থিতি যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক সন্ত্রাসে শিশুহত্যা ঘটে চলেছে যখন-তখন।
- 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় বর্নিত 'হিমাণীর বাঁধ' কী?
উত্তরঃ দুর্লঙ্ঘ্য প্রতিবন্ধকতাকে বুঝিয়েছেন।
- "আমাদের ইতিহাস নেই" -এ কথা বলা হয়েছে কেন?
উত্তর : সাধারণ মানুষের কথা কোনদিনই ইতিহাসে স্থান পায় না। অর্থাৎ, বিশ্বের ইতিহাসে তারা উপেক্ষিত ও অবহেলিত থেকে যায়।
- "আয় আরো হাতে হাত রেখে\ আয় আরো বেঁধে বেঁধে থাকি।" - এখানে কোন্ অর্থ প্রকাশ পেয়েছে?
উত্তরঃ মানুষের দৃঢ়তা এবং গভীর ঐক্যবদ্ধ প্রকাশিত হয়েছে।
- "আমরা ভিখারি বারোমাস" -কবি এ কথা বলেছেন কেন?
উত্তর : শোষান, নিপীড়ন, বঞ্চনায় সাধারণ মানুষের প্রত্যহিক ভিক্ষাবৃত্তিই যেন জীবিকা সংস্থানের একমাত্র উপায়।
- "পৃথিবীহয়তো বেঁচে আছে / পৃথিবী হয়তো বেঁচে গেছে মরে"- এ কথার অন্তর্নিহিত অর্থ কি?
উত্তর : সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়ত সাধারণ মানুষ এতোটাই সমাজ বিচ্ছিন্ন যে, পৃথিবীর বেঁচে থাকা কিংবা ধ্বংস হওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
- "এ - মুহূর্তে মরে যাব নাকি কি?" - কোন্ মুহূর্তের কথা বলেছেন কবি?
উত্তরঃ শিশুদের শবদেহ চারিদিকে ছড়ানো দেখার মুহূর্তে।
- 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার মূল কথা কি?
উত্তর : সংঘবদ্ধভাবে সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধান করতে হবে।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------------------
bengali suggestion 2021
madhyamik suggestion 2021
madhyamik suggestion 2021 bengali
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 history pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik english suggestion 2021
madhyamik geography suggestion 2021 pdf
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ