ইতিহাস
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
১। ২-৩টি বাক্যে উত্তর দাও :
(ক) ইয়ং ইতালি : ইয়ং ইতালি হলো ইতালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ ম্যাৎসিনি প্রতিষ্ঠিত এটি যুব সংগঠন। 40 বছর বয়স পর্যন্ত সকলেই এর সদস্য হতে পারতো। ইয়ং ইতালি দলের আদর্শ ছিল কোন বিদেশী শক্তির দ্বারা যুবকদের আত্মত্যাগের দ্বারা ইতালি থেকে অস্ট্রিয়াবাসীদেরকে বিতাড়িত করা এবং ইতালির মুক্তির পর সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করা।
(খ) জোলভেরাইন : জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবীদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভেরাইন নামে পরিচিত।
(গ) রিসর্জিমেন্টো : ‘রিসর্জিমেন্ট’ কথার অর্থ ‘পুনর্জাগরণ’। ইতালিবাসীদের মনে বিভিন্ন কারণে অখন্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল তাকে রিসর্জিমেন্ট বলা হয়।
(ঘ) ঘেটো : ঘেটো হল শহরের কোন নির্দিষ্ট অঞ্চলে যেখানে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে গিয়ে 'ঘেটো' শব্দটি ব্যবহার করা হয়। পরে বহিরাগত মানুষের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়।
(ঙ) ফ্যাক্টরি প্রথা : শিল্প কল-কারখানাগুলি মূলত ছিল মালিক শ্রেণীর অধীনে। তারা মজুরির বিনিময়ে শ্রমিকদের বিনিয়োগ করত। কাজের সন্ধানে দলবেঁধে লোকজন কারখানা ব্যবস্থায় যোগদান করতে থাকে। মালিক শ্রেণীও সুযোগ বুঝে এই সকল শ্রমিকদের ফ্যাক্টরি প্রথা অন্তর্ভুক্ত করে নেয়। এই প্রথা অনুযায়ী শ্রমিকরা তাদের মালিক এর মত অনুযায়ী শিল্প কল কারখানায় কাজ করতো। মালিকদের অনুমতি ছাড়া তারা শিল্পাঞ্চলের বাইরে বেরোতে পারত না। ফ্যাক্টরি প্রথাটি গড়ে উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য রেখে।
২। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
(ক)
মেটারনিক ব্যবস্থা |
ভূমিদাসদের মুক্তিদান |
(খ)
বিসমার্ক |
নৈরাজ্যবাদী |
(গ)
জার দ্বিতীয় আলেকজান্ডার |
রক্ত ও লৌহ নীতি |
(ঘ)
মার্কস ও এঙ্গেলস্ |
ইউরোপে পুরাতন তন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা |
(ঙ)
প্রুডো |
কমিউনিস্ট ম্যানিফেস্টো |
উত্তরঃ
(ক) মেটারনিক ব্যবস্থা
– ইউরোপে পুরাতন তন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা
(খ) বিসমার্ক – রক্ত ও লৌহ নীতি
(গ) জার দ্বিতীয় আলেকজান্ডার
– ভূমিদাসদের মুক্তিদান
(ঘ) মার্কস ও এঙ্গেলস্
– কমিউনিস্ট ম্যানিফেস্টো
(ঙ) প্রুডো - নৈরাজ্যবাদী
৩। ৭-৮টি বাক্যে উত্তর দাও :
(ক) বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর : ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার নানারকম কারণের মধ্যে একটি বড়ো কারণ ছিল পুঁজির জোগান। এই পুঁজির অনেকটাই এসেছিল ঔপনিবেশিক ব্যাবসাবাণিজ্য থেকে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে দুটি সমস্যা দেখা দেয়। কাঁচামালের অভাব এবং উদ্বৃত্ত দ্রব্যসামগ্রী বিক্রয়ের জন্যে বাজার। এই দুটি সমস্যা সমাধানের একটি উপায় হল উপনিবেশ স্থাপন। খনিজ ও বাণিজ্যিক কৃষিতে সমৃদ্ধ উপনিবেশ থেকে একদিকে যেমন কাঁচামাল সংগ্রহ করা সম্ভব, তেমনই অন্যদিকে সেখানেই উদ্বৃত্ত দ্রব্যসামগ্রীর বিক্রয়েরও সুযোগ ছিল। একাজ অবশ্যই সহজসাধ্য ছিলনা।
উপনিবেশগুলির পক্ষে এই ব্যবস্থা মেনে নেওয়া সম্ভব ছিলনা। ইংল্যান্ড আমেরিকায় তার এই নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল। ১৭৮৩ খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু ভারতসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইংরেজরা বাহুবলে তাদের উপনিবেশ ও সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যাতে মাতৃভূমির স্বার্থে বাহুবলে অধিকৃত এশিয়া ও আফ্রিকার দেশগুলিকে শোষণ করা হয়।
ঔপনিবেশিক অর্থনীতিতে স্থানীয় শিল্পের যাতে কোনো বিকাশ না-হয়, অথবা যেখানে উন্নত হস্ত বা কুটির শিল্প আছে, তার যাতে পতন বা ধবংস অনিবার্য হয়, সেদিকে লক্ষ রাখা হয়। অর্থাৎ, উপনিবেশগুলির স্বাধীনভাবে অর্থনীতি নির্ধারণ করবার কোন সুযোগ ও স্বাধীনতা থাকে না। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ায় উপনিবেশ স্থাপনে ইংল্যান্ড ছিল সবচেয়ে অগ্রণী। তার সাম্রাজ্য ছিল বিশ্বজুড়ে। কথাই ছিল, ব্রিটিশ সাম্রাজ্যে কখনও সূর্য অস্ত যায়না। তারপরেই ছিল ফ্রান্সের স্থান, যদিও ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল বেশ কিছুটা দেরিতে।
জার্মানি, রাশিয়া ও ইতালিতে আরও পরে শিল্প বিপ্লব হয়েছিল বলে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় তারা অনেক পিছিয়ে ছিল। যাই হোক, উনিশ শতকের শেষ পর্বে আফ্রিকার প্রায় সর্বত্র এবং এশিয়ার এক বৃহৎ অংশ জুড়ে উপনিবেশ স্থাপিত হয়েছিল।
(খ) ঔপনিবেশিক শক্তিগুলির কেন চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল?
উত্তর : আফ্রিকা দখলের জন্য উপনিবেশিক দেশ গুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই প্রতিদ্বন্ধিতার নিয়ম-কানুন ঠিক করে নেয়া হয়েছিল 1884 থেকে 1885 খ্রিস্টাব্দ বার্লিন কনফারেন্সে। এই সভায় দাস ব্যবসার নিন্দা করে প্রস্তাব নেওয়ার পাশাপাশি স্থির হয় যে, কঙ্গো নদীর অববাহিকা বরাবর বেলজিয়ামের অংশ দ্বিতীয় লিওপোন্ড এর অধীনে থাকবে। কোন রাষ্ট্র অপরকে না জানিয়ে আফ্রিকার কোন অংশের দাবি জানাবে না এবং আফ্রিকার কোন অংশে দাবি প্রতিষ্ঠার জন্য প্রথমে ওই অঞ্চলকে আগে অধিকার করতে হবে।
কিন্তু এই সমস্ত নিয়মকানুন মেনে বা না মেনে আফ্রিকার বিভিন্ন অংশে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বৃটেনের দখলে যাই সুদান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা এবং কেপ কলোনি। দক্ষিণ আফ্রিকার দখল নিয়ে ব্রিটেনে লড়াই বুয়োরদের সঙ্গে। ফরাসিরা পশ্চিম দিক থেকে আফ্রিকার দখল নেয়। সেনেগাল, মালি, নাইজের, আলজিরিয়া প্রভৃতি অঞ্চল তাদের অধিকার ছিল। জার্মানি দখল করে আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম অংশ। বড় মাপের শিল্পোন্নত দেশ না হওয়া সত্ত্বেও ইতালি কিন্তু অন্যদের মতোই ও উপনিবেশ তৈরি করতে চেয়েছিল। ইতালি সোমালিল্যান্ড বা ইরিট্রিয়ার বেশ কিছু অঞ্চলে তার অধিকার প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ নদী উপত্যকা অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ওলন্দাজরা। পরবর্তী সময়ে ওই অঞ্চল গুলিকে ব্রিটেন ঐক্যবদ্ধ করে 1910 খ্রিস্টাব্দে এর নামকরণ করে 'ইউনিয়ন অব সাউথ আফ্রিকা'। এই সময় যে সমস্ত অঞ্চল গুলো কে কেন্দ্র করে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়েছিল তারমধ্যে আফ্রিকার সুদান, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকা ছিল উল্লেখযোগ্য।
Other Model Activity Task : Model Activity Task 2022
Tags Lines
-------------------------------
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস উত্তর
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস পাট 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস পাট ৩
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস part
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস answer
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস part 3 উত্তর
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস ইয়ং ইতালি
No
উত্তরমুছুনSagar oraw
উত্তরমুছুন