ইতিহাস
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :
(ক) ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল?
উত্তর : ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ফ্রান্সেও সামন্ত প্রথার প্রচলন ছিল। সামন্ত প্রভুগণ নিজের প্রাপ্য বুঝে নিল কোনরকম দায়িত্ব কর্তব্য পালন করতেন না। তাই তারা ধীরে ধীরে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফ্রান্সের নতুন সংবিধান রচনার জন্য এক সংবিধান সমিতি বা সভা গঠন করা হয়। এই নবগঠিত ফরাসি সংবিধান সভার ফ্রান্সে সামন্ত প্রথা ও তার সমস্ত উপস্বত্ব বিলোপের কথা ঘোষণা করে। এই ঘোষণার দ্বারা সামন্তপ্রথা সম্পূর্ণরূপে বিলুপ্তির পথে অনেকটাই এগিয়ে যায়।
(খ) সন্ত্রাসের রাজত্ব নামকরণ কতটা যুক্তিযুক্ত?
উত্তর : ফ্রান্সের জ্যাকোবিন দল 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত - এই 13 মাস ধরে একটি কেন্দ্রীভূত স্বৈরশাসন ব্যবস্থা কায়েম করে। তারা ভীতিপ্রদর্শন সন্ত্রাস ও হত্যাকাণ্ড চালিয়ে দেশ এবং বিপ্লবকে রক্ষা করার চেষ্টা করেছিল। এ কারণে যে জ্যাকোবিনদের উক্ত 13 মাসের শাসনকাল ফ্রান্সের ইতিহাসে ‘সন্ত্রাসের রাজত্ব’ নামে পরিচিত।
২। নিচের প্রতিটি বিষয় / ব্যক্তি সম্পর্কে একটি করে বাক্য লেখ :
(ক) অঁসিয়া রেজিম : 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে মহান ফরাসি বিপ্লব হয়েছিল তার পূর্ববর্তী কালে তথা সমগ্র ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য মূলক ব্যবস্থা প্রচলিত ছিল তা অঁসিয়া রেজিম নামে পরিচিত ছিল।
(খ) লেতর দ্য ক্যাশে : লেতর দ্য ক্যাশে হল ফ্রান্সে প্রচলিত একপ্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজ কর্মচারীরা যে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতো।
(গ) সাঁকুলোৎ : সাঁকুলেৎ বলতে ফ্রান্সের খেটেখাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হতো। দিনমজুর, পত্রবাহক, জলের ভিস্তি, কাঠুরে, বাগানের মালি, দোকানের কর্মচারী, গৃহভৃত্য, রাজমিস্ত্রি প্রমুখ ছিল সাঁকুলোৎ শ্রেণীভুক্ত।
(ঘ) রোবসপিয়র : ফরাসি বিপ্লবের অগ্নিময় পুরুষ হিসেবে রোবসপিয়রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৭৮৯ খ্রিস্টাব্দে জাতীয় সভায় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাসের পাদপ্রদীপের চলে আসেন। আর জেকোবিন দল স্থাপিত হলে তিনি এই দলের সদস্য হন।
৩। উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকে পূরণ করো :
যুদ্ধ - ট্রাফালগারের যুদ্ধ
বিবদমান পক্ষ -ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনী
সময়কাল - ২১ অক্টোবর, ১৮০৫ খ্রিষ্টাব্দ
ফলাফল - ব্রিটিশ নৌবাহিনী চূড়ান্ত বিজয়
যুদ্ধ - লিপজিগের যুদ্ধ
বিবদমান পক্ষ - অস্ট্রিয়া, প্রাশিয়া রাশিয়া, সুইডেন, বোহেমিয়া এর মিলিত বাহিনীর সঙ্গে ও ফ্রান্সের সাথে
সময়কাল - ১৬ - ১৯ অক্টোবর, ১৮১৩ খ্রিষ্টাব্দ
ফলাফল - ফ্রান্সের পরাজয়
যুদ্ধ - ওয়াটারলুর যুদ্ধ
বিবদমান পক্ষ - ব্রিটিশ ও প্রাশিয়ার মিলিত বাহিনীর সঙ্গে ফ্রান্সের
সময়কাল - ১৮ জুন, ১৮১৫ খ্রিষ্টাব্দ
যুদ্ধের ফলাফল - ফ্রান্সের পরাজয়
Other Model Activity Task : Model Activity Task 2022
Tags Lines
-----------------------------
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস part 2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস উত্তর
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস পাট 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস পাট ২
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস part
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস answer
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস ইয়ং ইতালি
ক্লাস নাইনের অংক
উত্তরমুছুন