LightBlog
West Bengal Scholarship 2023 Madhyamik and Higher Secondary Students
Type Here to Get Search Results !

West Bengal Scholarship 2023 Madhyamik and Higher Secondary Students

 West Bengal Students Scholarships 2023


     তোমরা যারা এবছর মাধ্যমিক বা উচ্চমাধ্যোমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য বা তোমরা যারা এখন দশম বা দ্বাদশ শ্রেনীতে পড়ছো তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যা লঘু ছাত্র বা ছাত্রী অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ মাধাবীদের জন্য এই বৃত্তির ব্যবস্থা (ঐক্যশ্রী)। 

কারা কারা পাবে এই বৃত্তি ঃ 

  1. যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড প্রভৃতি কর্সে পড়াশোনা করেছো।
  2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ২ লক্ষ টাকার বেশি বলে হবে না।
  3. বাৎসরিক সর্বাধিক ১৬,৫০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষ।


কি কি শর্ত প্রযোজ্য ঃ

  1. একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এমন আবেনকারীরাই যোগ্য।
  2. ছাত্র-ছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। 
  3. একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পেতে পারে।
  4. আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বর সর্বোচ্চ ২টি আবেদন গ্রাহ্য হবে।
  5. অনলাইনে আবেদন করার পর, আবেদনকারীকে অবশ্যই আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সঙ্গে ব্যাঙ্কের পাসবইয়ের একটি ফোটকপি যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডের উল্লেখ আছে।


অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ "জানা নেই"

আজই আবেদন করো ঃ এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close