WB Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - প্রথম অধ্যায় - ইতিহাসের ধারণা - স্তম্ভ মেলাও এবং ব্যাখ্যা নির্বাচন - মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

WB Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - প্রথম অধ্যায় - ইতিহাসের ধারণা - স্তম্ভ মেলাও এবং ব্যাখ্যা নির্বাচন - মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস
প্রথম অধ্যায়

ইতিহাসের ধারণা
বিভাগ 'খ'


উপবিভাগ ২.৩
** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :-

স্তম্ভ

স্তম্ভ

(..) সোমপ্রকাশ          

() দ্বারকানাথ বিদ্যাভূষণ

(..) হিন্দু প্যাট্রিয়ট      

() কৃষ্ণ কুমার মিত্র

(..) সঞ্জীবনী              

() বিপিন চন্দ্র পাল

(..) ইয়ং ইন্ডিয়া          

() হরিশচন্দ্র মুখোপাধ্যায়

 

উত্তরঃ- (..) সোমপ্রকাশ - () দ্বারকানাথ বিদ্যাভূষণ

(..) হিন্দু প্যাট্রিয়ট - () হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(..) সঞ্জীবনী - () কৃষ্ণ কুমার মিত্র

(..) ইয়ং ইন্ডিয়া - () বিপিন চন্দ্র পাল

 

স্তম্ভ

স্তম্ভ

(..) উইলিয়াম বেন্টিং

() শব ব্যবচ্ছেদ

(..) বিপিনচন্দ্র পাল

() সোমপ্রকাশ

(..) দ্বারকানাথ বিদ্যাভূষণ

() সত্তর বৎসর

(..) মধুসূদন গুপ্ত

() কলকাতা মেডিকেল কলেজ

 

উত্তর : (..)  উইলিয়াম বেন্টিং - ()  কলকাতা মেডিকেল কলেজ

(..) বিপিনচন্দ্র পাল - () সত্তর বৎসর

(..) দ্বারকানাথ বিদ্যাভূষণ - () সোমপ্রকাশ

(..) মধুসূদন গুপ্ত - () শব ব্যবচ্ছেদ

স্তম্ভ

স্তম্ভ

(..) ভারতনাট্যম

() কেরল

(..) ছৌ

() অন্ধ্রপ্রদেশ

(..) কুচিপুড়ি

() তামিলনাড়ু

(..) কথাকলি

() বাংলা

 

উত্তর : (..)  ভারতনাট্যম - () তামিলনাড়ু

(..) ছৌ - () বাংলা

(..) কুচিপুড়ি - () অন্ধ্রপ্রদেশ

(..) কথাকলি - () কেরল

 

স্তম্ভ

স্তম্ভ

(..) ভরত মুনি

() নৃত্যকলা

(..) উদয় শংকর

() চলচ্চিত্র

(..) দাদাসাহেব ফালকে

() পথের পাঁচালী

(..) সত্যজিৎ রায়

() নাট্যশাস্ত্র

 

উত্তর : (..) ভরত মুনি - () নাট্যশাস্ত্র

(..) উদয় শংকর - () নৃত্যকলা

(..) দাদাসাহেব ফালকে - () চলচ্চিত্র

(..) সত্যজিৎ রায় - () পথের পাঁচালী


উপবিভাগ ২.৪


** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন কর:-


  • বিবৃতি : ইতিহাস কেবল অতীত কাহিনী নয় ।

ব্যাখ্যা ১ : ইতিহাস অতীতের লোককথা মাত্র ।

ব্যাখ্যা ২ : ইতিহাস বিভিন্ন সময়ের লোককথা ।

ব্যাখ্যা ৩ : ইতিহাস বস্তু ও প্রমাণ নিষ্ঠ অতীতের বিবরন।  

উত্তরঃ ব্যাখ্যা ৩ : ইতিহাস বস্তু ও প্রমাণ নিষ্ঠ অতীতের বিবরন।


  • বিবৃতি : সঙ্গীত দেশ কালভেদে নানা রূপ নেয় ।

ব্যাখ্যা ১ : নানা দেশে নানা সংগীতের কালভেদ দেখা যায় ।

ব্যাখ্যা ২ : নানা দেশে নানা সময়ে বিভিন্ন সঙ্গীতের ধারার প্রচলন দেখা যায় ।

ব্যাখ্যা ৩ :- নানা সময়ে নানা সঙ্গীতের ধারা দেখা যায় ।

উত্তরঃ ব্যাখ্যা ২ : নানা দেশে নানা সময়ে বিভিন্ন সঙ্গীতের ধারার প্রচলন দেখা যায় ।


  • বিবৃতি  : সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ'।

ব্যাখ্যা ১ : মানুষ সবচেয়ে বুদ্ধিমান জীব ।

ব্যাখ্যা ২ : মানুষের সমাজ জীবন বড় বিচিত্র ।

ব্যাখ্যা ৩ : মানুষ সমাজের মধ্যে থাকলেও বহু কর্মকাণ্ডে জড়িত থাকে ।

উত্তরঃ ব্যাখ্যা ২ : মানুষের সমাজ জীবন বড় বিচিত্র ।


  • বিবৃতি  : চিঠি সব সময় বেঁচে থাকে ।

ব্যাখ্যা ১ : চিঠির লেখক অনন্ত কাল ধরে বেঁচে থাকেন না ।

ব্যাখ্যা ২ : চিঠিগুলি সংরক্ষিত করলে তার অন্তর্নিহিত বিষয়বস্তু সংরক্ষিত থাকে ।

ব্যাখ্যা ৩ : চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

উত্তরঃ ব্যাখ্যা ২ : চিঠিগুলি সংরক্ষিত করলে তার অন্তর্নিহিত বিষয়বস্তু সংরক্ষিত থাকে ।


  • বিবৃতি : মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় ছিল গুরুত্বপূর্ণ ঘটনা।

ব্যাখ্যা ১ : এর ফলে ভারতে ফুটবল খেলার প্রভূত উন্নতি হয়।

ব্যাখ্যা ২ : পুরস্কার স্বরূপ মোহনবাগান দলের প্রচুর অর্থ প্রাপ্তি হয়।

ব্যাখ্যা ৩ : এটি ছিল ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে ফুটবল খেলায় ভারতের প্রথম জয়।

উত্তর : ব্যাখ্যা ৩ : এটি ছিল ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে ফুটবল খেলায় ভারতের প্রথম জয়।


  • বিবৃতি : নাটক ও চলচ্চিত্র সমাজকে শিক্ষিত করে তোলে।

ব্যাখ্যা ১ : আধুনিক যুগে পুঁথিগত বিদ্যাতে মন জরুরী নয়।

ব্যাখ্যা ২ : নাটক ও চলচ্চিত্র শ্রেণিকক্ষে পঠন-পাঠনের একটি অঙ্গ।

ব্যাখ্যা ৩ : মানুষের মনে তাত্ত্বিক জ্ঞানের চাইতে দৃশ্যকলার প্রভাব অনেক বেশি।


  • বিবৃতি : প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা ছিল প্রান্তিক।

ব্যাখ্যা ১ : প্রচলিত ইতিহাস ছিল পুরুষকেন্দ্রিক।

ব্যাখ্যা ২ : অধিকাংশ ঐতিহাসিক ছিল পুরুষ ঐতিহাসিক।

ব্যাখ্যা ৩ : নারী সমাজের ভূমিকার বিষয়টি ছিল উপেক্ষিত।

উত্তর : ব্যাখ্যা ৩ : নারী সমাজের ভূমিকার বিষয়টি ছিল অপেক্ষিত।


  • বিবৃতি : ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান হলো ব্যক্তিগত চিঠি পত্র।

ব্যাখ্যা ১ : চিঠিপত্র থেকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ইতিহাস জানা যায়।

ব্যাখ্যা ২ : পত্রলেখকের ব্যক্তিগত মতামত থেকে সমকালীন সমাজের চিত্র প্রতিফলিত হয়।

ব্যাখ্যা ৩ : চিঠিপত্র থেকে পত্রলেখকের ব্যক্তিগত জীবনের কথা জানা যায়।

উত্তর : ব্যাখ্যা ২ : পত্রলেখকের ব্যক্তিগত মতামত থেকে সমকালীন সমাজের চিত্র প্রতিফলিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close