মাধ্যমিক
দশম শ্রেণি
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
১। নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
(ক) নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো।
উত্তর : প্রচলিত পুরুষ কেন্দ্রিক ইতিহাসের সংশোধন গুটিয়ে সমাজ ও সভ্যতার ইতিহাসে নারীর অবদান ও ভূমিকার পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিষয় হল নারী ইতিহাস। এই ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য গুলি হল -
প্রথমত, প্রথমদিকে প্রভাবশালী নারীদের সম্পর্কে ইতিহাস চর্চা করা হলেও বর্তমানে সাধারণ নারীদের অন্তর্গত হয়েছে।
দ্বিতীয়ত, সমাজ সংস্কৃতি অর্থনীতি ও রাজনীতিতে নারীর ভূমিকা ও অংশগ্রহণ চিহ্নিত করায় এই ইতিহাসের অন্যতম প্রধান দিক।
(খ) গ্রামবার্তা প্রকাশিকা হলো একটি ব্যতিক্রমী পত্রিকা - আলোচনা করো।
উত্তর : 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা বিভিন্ন কারণে ব্যতিক্রমী ছিল, যেমন -
প্রথমত, এর আগে সমস্ত পত্র-পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বলে তাতে শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষই করে ধরা পড়েছিল। কিন্তু গ্রামবার্তা প্রকাশিকা সর্বপ্রথম গ্রাম থেকে প্রকাশিত হয়।
দ্বিতীয়ত, এতে গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা, বঞ্চনা, নিপীড়নের কথা নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল বলেই এটি ব্যতিক্রমী।
(গ) নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল?
উত্তর : ১৮৫৯-৬০ খৃস্টাব্দে নীল বিদ্রোহের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন পেশার শিক্ষিত বাঙালি বিদ্রোহীদের নানাভাবে সহায়তা করেন। যেমন -
প্রথমত, নীলকরদের অত্যাচারের বিরোধিতা করে নীল বিদ্রোহ কে সমর্থন জানিয়ে যে সকল পত্রিকার সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
দ্বিতীয়ত, নীল বিদ্রোহ কে সমর্থন করে যেসব সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।
২। উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো :
প্রতিষ্ঠান - স্কুল বুক সোসাইটি
ব্যক্তিত্ব - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
অন্যান্য উদ্যোগ - ১. হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা।
২. হেয়ার স্কুল প্রতিষ্ঠা করা।
প্রতিষ্ঠান - ব্রহ্মসমাজ
ব্যক্তিত্ব - রাজা রামমোহন রায়
অন্যান্য উদ্যোগ - ১. নারী জাতির উন্নয়ন করেছেন।
২. সতীদাহ প্রথা নিবারণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
প্রতিষ্ঠান - অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
ব্যক্তিত্ব - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
অন্যান্য উদ্যোগ - ১. নব্য বঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন।
২. জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ