LightBlog
Class 9 History Model Question Paper for Second Exam Suggestion WBBSE for 2 Marks
Type Here to Get Search Results !

Class 9 History Model Question Paper for Second Exam Suggestion WBBSE for 2 Marks

নবম শ্রেনী 
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য 
ইতিহাস
২ মার্কের 
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 

     West Bengal class nine Second exam suggestion 2020. Class 9 History Model Question Paper for Second Exam Suggestion. Class 9 History Second Evaluation Suggestion 2020. ইতিহাস নবম শ্রেনীর সাজেশন ২০২০. নবম শ্রেনী ইতিহাস দ্বিতীয় পরীক্ষার সাজেশন ২০২০. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্শদ নবম শ্রেনী দ্বিতীয় পরীক্ষার সাজেশন ২০২৯.পশ্চিমবঙ্গ নবম শ্রেনি ইতিহাস দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন. Class 9 West Bengal History Second Exam Suggestion 2020. West Bengal Class 9 History 2nd Evaluation 2020 WBBSE. WB Class 9 History Second Quarter Exam Suggestion 2020.    

     নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য (১) ঊনবিংশ শতকের ইউরোপ, (২) শিল্প বিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, (৩) বিশ শতকের ইউরোপ - এই তিনটি অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্ন আসে সেগুলোর জন্য কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো । নবম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য অন্যান্য সাবজেক্টের সাজেশন প্রশ্ন ও উত্তরসহ পেতে গেলে আমাদের www.kdpublisher.in ওয়েবসাইটটিকে নিয়মিত ফলো করুন।


  • জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? 
  • 1929 খ্রিস্টাব্দের মহামন্দা ক্রমক্ষমতা হ্রাসের কারণ কি?
  • ইউরোপের কোন কোন দেশে জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল?
  • জোলভেরাইন কি?
  • ইসক্রা বলতে কি বোঝো?
  • মীর কাকে বলে?
  • আটলান্টিক সনদ কি?
  • প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি?
  • হেরেনভক তত্ত্ব কি?
  • ইউটোপিয়ান সমাজতন্ত্র কি?
  • জার্মানি কেন ভার্সাই সন্ধির বিরোধিতা করেছিল?
  • New Economic Policy বা NEP কি?
  • ভার্সাই চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল?
  • শক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত বলতে কী বোঝো?
  • শিল্প বিপ্লব বলতে কী বোঝো?
  • কোন জারের আমলে রুশ বিপ্লব সংঘটিত হয়? তার মন্ত্রীর নাম কি ছিল?
  • নাৎসিবাদ বলতে কী বোঝো?
  • ক্যাভুর ইতালির কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন? ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে তিনি কি চুক্তি করেছিলেন?
  • প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপ কোন দুটি রাজনৈতিক শিবিরে ভাগ হয়ে যায়?
  • লুডাইট আন্দোলন বলতে কী বোঝো?
  • পীত সাংবাদিকতা কি?
  • উষ্ণ জল নীতি কাকে বলে?
  • কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল?
  • প্যারি কমিউন কাকে বলে?
  • ভিয়েনা নোট কি?
  • কে, কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেছিলেন?
  • মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো?
  • ফেব্রুয়ারি বিপ্লবের দুটি কারণ লেখ।
  • শ্বেত সন্ত্রাস কাকে বলে?
  • কাল মার্কসের দুটি গ্রন্থের নাম লেখ।
  • শিল্প বিপ্লবের দুটি অর্থনৈতিক ফলাফল লেখ।
  • ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এর মধ্যে দুটি মিল উল্লেখ করো।
  • রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো?
  • জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?
  • সমাজতন্ত্রবাদ কাকে বলে?
  • এমস টেলিগ্রাম বলতে কী বোঝো?
  • ফ্যাক্টরি প্রথা কি?
  • ভিয়েনা সম্মেলনে গৃহীত শক্তিসাম্য নীতি বলতে কী বোঝো?
  • ঘেটো কি?
  • শ্রম বিভাজন নীতি বলতে কী বোঝো?
  • বিগ ফোর বা বড়ো চার কাদের বলা হত?
  • কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  • কবে এবং কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়?
  • ডুমা কি?
  • অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো?
  • ফ্যাসিবাদ কাকে বলে?
  • রিসর্জিমেন্টো বলতে কি বোঝো?
  • রুশীকরন নীতি কাকে বলে?
  • কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন বলা হয় এবং কেন?
  • কোন ঘটনাকে হুভার মোরাটোরিয়াম বলা হয়?
  • উন্মুক্ত দ্বার নীতি বলতে কী বোঝো?
  • সেরাজেভো হত্যাকাণ্ড কাকে বলে?
  • এপ্রিল থিসিস কি?


--------------------------------------------------------
History Full Suggestion : click here...

Geography Full Suggestion : click here...

Life Science Full Suggestion : click here...

Physical Science Full Suggestion : click here...

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close