Madhyamik ABTA Test Paper 2025 History Page 48 Part 2
২। যেকোনো ১৬ টি প্রশ্নের উত্তর দাও
উপবিভাগ ২.১
২.১.১ সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি ?
উত্তর : জীবনের ঝরাপাতা
২.১.২ শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন?
উত্তর : উইলিয়াম কেরি, মার্চম্যান এবং উইলিয়াম ওয়ার্ড
২.১.৩ উলগুলান বলতে কী বোঝো?
উত্তর : ভয়ংকর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ
২.১.৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি?
উত্তর : মাদ্রাজ লেবারে ইউনিয়ন
উপবিভাগ ২.২
২.২.১ ১৯১১ সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করেন।
উত্তর : ঠিক
২.২.২ গুড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।
উত্তর : ভুল
২.২.৩ গিরিনি কামগড় ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে।
উত্তর : ঠিক
২.২.৪ কলকাতা বিশ্ববিদ্যালয় কে ব্যঙ্গ করা বলা হয় গোলদিঘির গোলামখানা।
উত্তর : ঠিক
উপবিভাগ ২.৩
২.৩.১ এশিয়াটিক সোসাইটি - (২) উইলিয়াম জোনস
২.৩.২ তেলেঙ্গানা আন্দোলন - (৩) ইয়ালো রেড্ডি
২.৩.৩ ভাইকম সত্যাগ্রহ - (৪) শ্রী নারায়ণ গুরু
২.৩.৪ একা আন্দোলন - (১) মাদারি পাসি
উপবিভাগ ২.৪
২.৪.১ বাংলা ওহাবী আন্দোলনের কেন্দ্র বারাসাত
২.৪.২ দেশীয় রাজ্য জুনাগর
২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাসি
২.৪.৪ নীল বিদ্রোহের কেন্দ্র যশোর
উপবিভাগ ২.৫
২.৫.১ উনিশ শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ।
ব্যাখ্যা : ৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রকৃতিশীল মানুষের মধ্যে সীমিত ছিল।
২.৫.২ ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন।
ব্যাখ্যা : ৩ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
২.৫.৩ ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়।
ব্যাখ্যা : ২ চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য।
২.৫.৪ অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক ছিল।
ব্যাখ্যা : ২ গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে।
দু নাম্বারের উওর
উত্তরমুছুনতিতুমীর স্বরনীয় কেন
মুছুনদু নাম্বারের উওর
উত্তরমুছুনইতিহাসে দুনামরবারের উওর
উত্তরমুছুনSomosto question
উত্তরমুছুন