Madhyamik ABTA Test Paper 2025 Bengali page 89
১.১ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।- যে কথাটা ছড়িয়ে পড়ে তা হল - (গ) কারেকশনের কথা
১.২ লোকটি কাশিতে কাশিতে হাসিল। - লোকটি হল - (ঘ) গিরিশ মহাপাত্র
১.৩ নদীর চাঁদ নদীতে দেখেনি - (খ) ৫ দিন
১.৪ সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্য বাণী। - শেষ পূণ্য বাণীটি হলো - (খ) ক্ষমা কর
১.৫ তারা আর স্বপ্ন দেখতে পারলো না।- তারা হলো - (গ) শান্ত হলুদ দেবতারা
১.৬ সমুদ্র নৃপতি সুতা হলেন - (খ) পদ্মা
১.৭ লেখকরা অনবরত তা নিয়ে লিখতে চলেছেন।- লেখকরা যা নিয়ে লিখতে চলেছেন তা হল - (ঘ) কিবোর্ড
১.৮ তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। - তারও বলতে বোঝানো হয়েছে - (খ) শরৎচন্দ্রকে
১.৯ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় - (ঘ) ১৯৩৬ সালে
১.১০ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।-চিহ্নিত পথ টি হল - (গ) সম্বন্ধ পদ
১.১১ রাজাই রাজায় যুদ্ধ হয় ।- এখানে রাজায় রাজায় যুদ্ধ হলো - (গ) ব্যতিহার কর্তা
১.১২ রামদাস আর কোন প্রশ্ন করিলো না। - চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ তা হল - (খ) তৎপুরুষ
১.১৩ দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পাই - (গ) উভয় পদের অর্থ
১.১৪ ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। - গঠন অনুসারে বাক্যটি হলো - (ঘ) মিশ্র বাক্য
১.১৫ কি মর্মান্তিক দৃশ্য! - এটি যে ধরনের বাক্য তা হল - (খ) বিস্ময় বাচক
১.১৬ তাকে টিকিট কিনতে হয়নি - বাক্যটির কর্তা বাচকের রূপ হল - (খ) তিনি টিকিট কেনেন
১.১৭ ঘন্টা বাজছে - এটি যে প্রাচ্যের উদাহরণ তা হল- (ঘ) কর্মকর্তীবাচ্য
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ