West Bengal Madhyamik History Suggestion 2023 Download
WBBSE Madhyamik History short question suggestion 2023. মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন. Madhyamik History Suggestion 2023 download. Madhyamik Question Paper History. পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. WB Madhyamik 2023 History suggestion and important questions. Madhyamik Suggestion 2023 pdf.
3. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
Q: সামাজিক ইতিহাস কী?
Q: পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
Q: আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
Q: আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি?
Q: ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
Q: স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
Q: আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়?
Q: বাংলার নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
Q: 'মেকলে মিনিট' কি? Madhyamik History Suggestion 2023
Q: সংবাদপত্র এবং সাময়িক-পত্রের মধ্যে পার্থক্য কী?
Q: এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল?
Q: ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
Q: সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?
Q: ‘নববিধান’ কি?
Q: ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
Q: দুদু মিঞা স্মরণীয় কেন?
Q: সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন? মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf
Q: চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) গুরুত্ব কী ছিল?
Q: নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?
Q: উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে 'সভাসমিতির যুগ' বলা হয় কেন?
Q: 'মহারানীর ঘোষণাপত্র' -এর (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল?
Q: জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
Q: ল্যান্ডহোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? Madhyamik History Suggestion 2023
Q: উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে 'ভারতমাতা' চিত্রটির কীরূপ ভূমিকা ছিল?
Q: উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির কিরূপ অবদান ছিল?
Q: উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স'-এর ভূমিকা কী ছিল?
Q: বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
Q: চার্লস উইলকিনস কে ছিলেন?
Q: বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
Q: 'বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
Q: বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
Q: বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?
Q: উপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?
Q: নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
Q: 'একা' আন্দোলন শুরু হয় কেন?
Q: কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?
Q: মোপলা বিদ্রোহের (১৯২১) কারণ কি?
Q: 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
Q: বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?
Q: মাদারি পাশি কে ছিলেন? 2023 মাধ্যমিক ইতিহাস সাজেশন
Q: কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
Q: রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল?
Q: অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়?
Q: মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf
Q: ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?
Q: দলিত কাদের বলা হয়?
Q: দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
Q: ননীবালা দেবী স্মরণীয় কেন?
Q: দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?
Q: কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন?
Q: দার কমিশন (১৯৪৮) কেন গঠিত হয়েছিল? Madhyamik History Suggestion 2023
Q: সর্দার প্যাটেলকে ভারতের ‘লৌহমানব’ বলা হয় কেন?
Q: ১৯৫০ সালে কেন নেহেরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষর হয়েছিল?
Q: রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল?
Q: পত্তি শ্রীরামুলু কে ছিলেন?
4. সাত-আটটি বাক্যে যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও :
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ—ঘ.১
Q: 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?
Q: নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো। 2023 মাধ্যমিক ইতিহাস সাজেশন
Q: এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
Q:. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
Q: স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
উপবিভাগ—ঘ.২
Q: কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
Q: ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf
Q: 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
উপবিভাগ—ঘ.৩
Q: কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট'-এর কী ভূমিকা ছিল?
Q: বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড.মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল?
Q: শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রনী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
উপবিভাগ—ঘ.৪
Q: দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো।
Q: সংক্ষিপ্ত টীকা লেখো : দেশবিভাগ (১৯৪৭) জনিত উদবাস্তু সমস্যা।
Q: স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল?
Q: হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল? 2023 মাধ্যমিক ইতিহাস সাজেশন
Q: কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
5. পনেরো-ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
Q: শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
Q: বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? Madhyamik History Suggestion 2023
Q: ঊনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
Q: মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
Q: বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
Q: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ