Madhyamik Board Test paper 2023 History Page 128
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ইতিহাস তত্ত্ব হল - ইতিহাস রচনার পদ্ধতি
১.২ প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম - জামাইষষ্ঠী
১.৩ গ্রামীণ সংবাদপত্রের জনক ছিল - গ্রামবার্তা প্রকাশিকা
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন - লর্ড ক্যানিং
১.৫ তিন আইন পাস হয় - ১৮৭২
১.৬ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত - রানী শিরোমণি
১.৭ বাংলায় 'তারিখ-ই-মহম্মদীয়া'-য় ভাবধারা প্রচার করেন - মির নিশার আলি
১.৮ গোবিন্দ ধন্ধু পন্থ যে নামে পরিচিত ছিলেন - তাঁতিয়া টোপি
১.৯ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১.১০ বন্দেমাতরম গানটি 'Mother, I bow to thee!' শিরোনামে ইংরেজি অনুবাদ করেন - অরবিন্দ ঘোষ
১.১১ ঝাঁসি বাহিনীর নেতৃত্বে ছিলেন - লক্ষ্মী সেহগল
১.১২ 'বাংলার ক্যাসটন বলা হয় - পঞ্চানন কর্মকারকে
১.১৩ IACS-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান - সি ভি রমন
১.১৪ 'সর্বভারতীয় কিষান সভার' প্রথম সভাপতি হলেন - স্বামী সহজানন্দ
১.১৫ 'লাঙ্গল' পত্রিকার সম্পাদক - কাজি নজরুল ইসলাম
১.১৬ ভারতে প্রথম 'মে দিবস' পালিত হয় - ১মে, ১৯২০ খ্রিঃ
১.১৭ ভারতে বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিস ছিলেন - প্রীতিলতা ওয়াদ্দেদার
১.১৮ পুনা চুক্তি স্বাক্ষরিত হয় - গান্ধি-আম্বেদকরের মধ্যে
১.১৯ পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত - পাক (POK) কাশ্মীর [**আজাদ কাশ্মীর নয়, আজাদ কশ্মীর বলে কিছু নেই]
১.২০ 'মিউনাইটস চিলড্রেন' গ্রন্থটির লেখক হলেন - সলমন রুশদি
বিভাগ - খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভাগঃ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কোন্ বর্ষকে নারীবর্ষরূপে পালন করা হয়?
উত্তরঃ ৮ই মার্চ, ১৯৭৫ খ্রিঃ
২.১.২ ব্রাহ্মসমাজের মুখপাত্রটির নাম কী?
উত্তরঃ তত্ত্ববোধিনী পত্রিকা
২.১.৩ মুন্ডাদের সূর্য দেবতার নাম কী?
উত্তরঃ সিং বোভা
২.১.৪ মহারানির ঘোষণা পত্র এদেশে কে পেশ করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং
উপবিভাগঃ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ প্রথম সচিত্র বাংলা বই হল অন্নদামঙ্গল।
উত্তরঃ ঠিক
২.২.২ গান্ধীজী আমেদাবাদের কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন।
উত্তরঃ ঠিক
২.২.৩ অরন্ধন দিবসের পরিকল্পনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
উত্তরঃ ঠিক
২.২.৪ ভারতের বিসমার্ক হলেন সর্দার বল্লভভাই প্যটেল।
উত্তরঃ ঠিক
উপবিভাগঃ ২.৩ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
---|---|
২.৩.১ অরবিন্দ ঘোষ | (ক) আজাদ হিন্দ ফৌজ |
২.৩.২ তারকনাথ পালিত | (খ) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ |
২.৩.৩ কেশবচন্দ্র সেন | (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট |
২.৩.৪ রশিদ আলি | (ঘ) নববিধান |
উত্তরঃ ২.৩.১ অরবিন্দ ঘোষ - (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
২.৩.২ তারকনাথ পালিত - (খ) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
২.৩.৩ কেশবচন্দ্র সেন - (ঘ) নববিধান
২.৩.৪ রশিদ আলি - (ক) আজাদ হিন্দ ফৌজ
উপবিভাগঃ ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :
২.৪.১ দেশীয় রাজ্য জুনাগড়
২.৪.২ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর
২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি
২.৪.৪ বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র - বারাসত
উপবিভাগঃ ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতিঃ স্বামী বিবেকানন্দ 'বর্তমান ভারত' রচনা করেন।
ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ণ করা।
বাখ্যা ২ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা ৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা।
উত্তরঃ ব্যাখ্যা ৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা।
২.৫.২ বিবৃতিঃ জগদীশচন্দ্র বসু কলকাতায় 'বসুবিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১ তিনি পাশ্চাত্যের অনুকরণে ভারতে গবেষণা শুরু করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২ তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা শুরু করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩ তিনি বিজ্ঞানের বিভিন্ন শিক্ষায় আগ্রহী করে তুলতে চেয়েছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা শুরু করতে চেয়েছিলেন।
২.৫.৩ বিবৃতিঃ গান্ধীজী জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।
ব্যাখ্যা ১ তিনি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি।
ব্যাখ্যা ২ গান্ধীজী সিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা ৩ গান্ধীজী শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ গান্ধীজী শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন।
২.৫.৪ বিবৃতিঃ ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন।
ব্যাখ্যা ১ এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনে জোর দেওয়া হয়।
ব্যাখ্যা ২ এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচিত হয়।
ব্যাখ্যা ৩ এই সময় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১ এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনে জোর দেওয়া হয়।
Nice
উত্তরমুছুনThank you so much
উত্তরমুছুনThanks a lot
উত্তরমুছুন