Madhyamik ABTA Test Papers
2022-2023
Bengali
Page 626
Answer
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান - একদিন
১.২ তপনের মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন - সন্ধ্যাতারা
১.৩ “দয়ার সাগর।পরকে সেজে দি, নিজে খাইনে”- বক্তা হলেন - জগদীশবাবু
১.৪ ‘সমুদ্র নৃপতি সুতা’ - পদ্মা
১.৫ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’– কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত - জলই পাষাণ হয়ে আছে
১.৬ ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’– সভ্যতার শেষ পুণ্যবাণী’ - ক্ষমা করো
১.৭ ‘Sensitized paper“-এর অনুবাদ যা লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন - সুগ্রাহী
১.৮ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে যে টাকা পেয়েছিলেন - সাত টাকা
১.৯ শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন - নিখিল সরকার
১.১০ রাজায় রাজায় যুদ্ধ হয়— এই বাক্যের কর্তাটি হ’ল - ব্যতিহার কর্তা
১.১১ পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি - তৎপুরুষ
১.১২ ‘রামদাস আর কোনো প্রশ্ন করিল না’- চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হ’ল - তৎপুরুষ
১.১৩ ‘তোরা সব জয়ধ্বনি কর’– এটি যে বাচ্যের উদাহরণ - কর্তৃবাচ্য
১.১৪ ‘হায়, তোমার এমন দশা কে করলে!‘– এটি যে ধরনের বাক্য - বিস্ময়সূচক বাক্য
১.১৫ বয়স ত্রিশবত্রিশের অধিক নয়, কিন্তু ভারি রোগা দেখাইল।— এটি যে শ্রেণির বাক্য - যৌগিক বাক্য
১.১৬ মন্দিরে বাজছিল পূজার ঘন্টা- নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ - অধিকরণকারক
১.১৭ রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল পুরস্কার পান।- এই বাক্যের নিম্নরেখ অংশটি হ’ল - বিধেয়
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ