Higher Secondary ABTA Test Paper 2022-23 Sanskrit Page AC 87 Answer
Type Here to Get Search Results !

Higher Secondary ABTA Test Paper 2022-23 Sanskrit Page AC 87 Answer

HS ABTA Test Paper 2022-23 Sanskrit Page AC 87 Answer

hs abta test paper 2022-23 sanskrit page ac 87 answer
hs abta test paper 2022-23 sanskrit page ac 87 answer


1. সঠিক উত্তর নির্বাচন করে লেখো :

গদ্যাংশ

(i) 'নাকলোকস্য' - বলতে লোক বলা হয়েছে? - স্বর্গলোক

(ii) গ্রহসংক্রান্তি - কোন শাস্ত্রের বিষয়? - জ্যোতিষশাস্ত্র

(iii) 'উটজ' পদের অর্থ হলো - কুটিরে

(iv) 'অপাবৃতম' পদের বিপরীত পদ হলো - সংবৃতম্‌ 

পদ্যাংশ

(v) গঙ্গা বাস করেন - শিবের মাথায়

(vi) 'কুমতিকলাপম্‌' এখানে 'কলাপ' শব্দের অর্থ কী? - সমূহ

(vii) গীতার উপদেশাবলীর বক্তা কে? - শ্রীকৃষ্ণ

(viii) পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে? - অর্জুনকে

নাট্যাংশ

(ix) কথক বাসু - বাসু পদটির সমার্থক পদ হলো - বালিকো

(x) দর্শ - শব্দটির অর্থ হলো - অমাবস্যা

(xi) ইন্দ্রবর্মা - কনকলেখার বিবাহের দিনটি হলো - অমাবস্যা

(xii)  বল্লভ-শব্দের অর্থ হলো - প্রিয়

সাহিত্যের ইতিহাস

(xiii) ভাসের সর্বাপেক্ষা বিখ্যাত নাটক কোনটি? - স্বপ্নবাসবদত্ত

(xiv) মেঘদূত কোন ছন্দে রচিত? - মন্দাক্রান্ত

(xv) আর্যভট্ট ছিলেন একজন - জ্যোতির্বিদ

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

2. পূর্ণ বাক্যে উত্তর দাও :

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(i) বিনায়ক পদের দুটি ভিন্ন ভিন্ন অর্থ লেখ?

উত্তরঃ গনেশ, রাজার বিরুদ্ধাচরণকারী

(ii) আর্যাবর্তের লোকেরা কাকে উপহাস করে?

উত্তরঃ স্বর্গের দেবতাদের

(iii) স্কন্দরাজ কে?

উত্তরঃ চৌর্য শাস্ত্রের রচয়িতা এবং চোরদের উপাস্য দেবতা

(iv) "বিপিনং ব্রজতি" এখানে 'বিপিন' পদের অর্থ কি?

উত্তরঃ বন

পদ্যাংশ

(v) গঙ্গাকে কোন বৃক্ষ শাখার সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তরঃ কল্পলতা

(vi) 'ত্রিভুবন' বলতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ স্বর্গ, মর্ত্য ও পাতাল

(vii) নৈষ্কার্ম কি?

উত্তরঃ মোক্ষ

(viii) কোন ব্যক্তি নিষ্কাম কর্ম করে মুক্ত হয়েছিলেন?

উত্তরঃ জনক এবং অশ্বপতি

নাট্যাংশ

(ix) প্রমোদ কে?

উত্তরঃ 'বাসন্তিকস্বপ্নম' নাটকে রাজা ইন্দ্র বর্মার পরিচারক হলেন প্রমোদ।

(x) ইন্দ্রবর্মা কাকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন এবং কেন?

উত্তরঃ চাঁদকে নিষ্ঠুর বলেছেন। কারণ চাঁদ ক্ষয়তে ক্ষয়তে অমাবস্যার দিকে এগিয়ে গেলেও রাজার কাছে যেন কিছুতেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে না।

(xi) 'সাধয়াম' শব্দের অর্থ কি?

উত্তরঃ  প্রস্থান

(xii) 'বরারোহে' পদের অর্থ কি?

উত্তরঃ সুন্দরী নারী

সাহিত্যের ইতিহাস

(xiii) "সৌরসিদ্ধান্ত" কে রচনা করেন?

উত্তরঃ আর্যভট্ট

(xiv) মেঘদূত কার রচনা? এটি কি ধরনের রচনা?

উত্তরঃ মহাকবি কালিদাস, প্রেমমূলক গীতিকাব্য

(xv) সংস্কৃত সাহিত্যে স্ত্রী ভূমিকা বর্জিত নাটকের নাম কি?

উত্তরঃ  বিশাখদত্তের লেখা মুদ্রারাক্ষস।

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close