HS ABTA Test Paper 2023 History Page AC 116 Solved
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার - রমেশচন্দ্র মজুমদার
(ii) 'Early History of India' গ্রন্থের রচয়িতা - ভিনসেন্ট স্মিথ
(iii) ল্যুভর মিউজিয়াম অবস্থিত - প্যারিসে
(iv) 'Weltpolitik' নীতি প্রবর্তন করেন - কাইজার দ্বিতীয় উইলিয়াম
(v) 'New World' শব্দটি প্রথম ব্যবহার করেন - আমেরিগো ভেসপুচি
(vi) 'সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা' গ্রন্থের লেখক - হবসন
(vii) বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন - রবার্ট ক্লাইভ
(viii) ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা - একশালা ব্যবস্থা, পাঁচশালা ব্যবস্থা
(ix) বীরসালিঙ্গম দক্ষিণের ____________ নামে পরিচিত। - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(x) 'মিরাৎ-উল-আকবর' পত্রিকাটি প্রকাশ করেন - রামমোহন রায়
(xi) বারাণসীতে 'কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়' স্থাপন করেন - মদনমোহন মালব্য
(xii) ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড মিন্টো
(xiii) গান্ধী প্রবর্তিত 'হরিজন' কথার অর্থ - ঈশ্বরের সন্তান
(xiv) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - জওহরলাল নেহরু
(xv) ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল - ১৯৫০ খ্রিস্টাব্দে
(xvi) চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূচনা হয় __________ বন্দরের মধ্য দিয়ে। - ম্যাকাও
(xvii) বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন - বল্লভভাই প্যাটেল
(xviii) নৌ বিদ্রোহের প্রথম সূচনা হয় - তলোয়ার জাহেজে
(xix) পুণা চুক্তি স্বাক্ষরিত হয় - ১৯৩২ খ্রিস্টাব্দে
(xx) 'আজাদ হিন্দ সরকার' প্রতিষ্ঠিত হয়েছিল - সিঙ্গাপুরে
(xxi) 'মিউজিয়াম' শব্দটি এসেছে 'মউসিয়ান' থেকে যেটি একটি - গ্রিক শব্দ
(xxii) 'যতদূর মনে পড়ে' কার আত্মজীবনী? - জ্যোতি বসু
(xxiii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) জেনারেল তোজো | (A) ভিয়েতনাম |
(ii) চৌ-এন-লাই | (B) ইন্দোনেশিয়া |
(iii) হো-চি-মিন | (C) চীন |
(iv) সুকর্ণ | (D) জাপান |
উত্তরঃ (i) জেনারেল তোজো - (D) জাপান
(ii) চৌ-এন-লাই - (C) চীন
(iii) হো-চি-মিন - (A) ভিয়েতনাম
(iv) সুকর্ণ - (B) ইন্দোনেশিয়া
(xiv) 'বোর্ড অফ ট্রেড' গঠন করেন - লর্ড কর্ণওয়ালিশ
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
Saq gulo dila valo hoto
উত্তরমুছুনআলেকজান্ডার ঠাপ কে ছিলেন
উত্তরমুছুন