Higher Secondary ABTA Test Paper 2022-23 Geography Page AC 34 Answer
Type Here to Get Search Results !

Higher Secondary ABTA Test Paper 2022-23 Geography Page AC 34 Answer

HS ABTA Test Paper 2022-23 Geography Page AC 34 Answer

hs abta test paper 2022-23 geography page ac 34 answer
hs abta test paper 2022-23 geography page ac 34 answer


1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) :

(i) যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে বলে - আবহবিকার

(ii) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এধরনের জলকে বলা হয় - সহজাত জল

(iii) "ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি" - এই ধারণাটি কে প্রবর্তন করেন? - ডব্লু. এম. ডেভিস

(iv) 'গ্রেট ব্যরিয়ার রীফ' দেখা যায় - অস্ট্রেলিয়ার উপকূলের কাছে

(v) ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে, তা হল - কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী

(vi) 'পেডালফার' মৃত্তিকা গঠিত হয় - আর্দ্র অঞ্চলে

(vii) হিউমাস-সমৃদ্ধ মাটির রং হয় - কালো

(viii) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় - টাইফুন

(ix) 'এল-নিনো' আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় - পেরু ইকুয়েডর উপকূলে

(x) 'ওজোন স্তর' ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানতঃ দায়ী, তা হল - ক্লোরোফ্লোরোকার্বন

(xi) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্ককের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে - রেড ডেটা বুক

(xii) একটি 'মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের' উদাহরণ হল - ভূপাল গ্যাস বিপর্যয়

(xiii) শ্রীলঙ্কায় যে ফলসটি 'লিভিং ফার্মেসী' নামে পরিচিত তা হল - ডাব

(xiv) প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্তকর্মীদের বলা হয় - লাল-পোশাকের কর্মী

(xv) জার্মানির রূঢ় শিল্পাঞ্চল কিসের জন্য বিখ্যাত - লৌহ-ইস্পাত শিল্প

(xvi) 'মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব' - এই ধারণাটি কে প্রবর্তন করেন - অগাস্ট ল্যাশ

(xvii) যে শহরে 50 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে - মেগাসিটি

(xviii) নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ - গবেষণা ও উন্নয়ন

(xix) সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূ-মধ্যসাগর ও লোহিত সাগরকে

(xx) হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল - হলদি ও হুগলি

(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল - মোট অভ্যন্তরীন উৎপাদন

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

(i) আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?

উত্তরঃ আর্টেজীয় কূপ আবদ্ধ প্রবেশ্য শিলাস্তরে দেখা যায়।

অথবা,

টেরারোসা কী?

উত্তরঃ সাধারণত আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ল্যটেরাইট মাটির মতো কাদাময় যে লাল মাটি সৃষ্টি হয় তাকে টেরারোসা বলে।

(ii) তটভূমি কী?

উত্তরঃ ভৃগু বা উঁচু খাড়া পাড়ের পাদদেশ বা ঝটিকা তরঙ্গের অভ্যন্তরীণ সীমানা থেকে মরা কোটালে ভাটার সর্বনিম্ন জলতল সীমা পর্যন্ত বিস্তৃত উপকূলের সামনের অংশকে তটভূমি বলে।

অথবা,

টম্বোলো কী?

উত্তরঃ যখন কোনো স্পিট কোনো দ্বীপকে মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করে, তখন তাকে টম্বোলো বলে। যেমন - রত্নগিরি শহরের পশ্চিমে ডেওগড়, অম্বোলগনের কাছে ও বিজয়দুর্গের উত্তরে টম্বোলো গড়ে উঠেছে।

(iii) 'পেডিমেন্ট' বলতে কি বোঝায়?

উত্তরঃ ডেভিস-এর মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশীয় ঢালের উঁচু অংশে এবং বাজাদার ঊর্ধ্ব সীমানায় বায়ু ও জলধারায় ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে শীলাময় কিছুটা অবতল প্রকৃতির যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে, তাকে পেডিমেন্ট বলে। ১৮৮২ সালে ভূতত্ত্ববিদ জি কে গিলবার্ট সর্বপ্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন।

অথবা,

নিকবিন্দু কী?

উত্তরঃ পুনযৌবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের যে বিন্দুতে উচ্চ উপত্যকার পুরোনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে নদীবক্ষ উঁচু হয়ে থাকে, তাকে নিকবিন্দু বলে।

(iv) অ্যাটল কী?

উত্তরঃ উপকূল থেকে বেশ কিছুটা দূরে দ্বীপ ও দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে গড়ে ওঠা চারপাশে উপহ্রদ পরিবেষ্টিত বৃত্ত বা ডিম্বাকৃতি সংকীর্ণ প্রবাল প্রাচীরকে প্রবাল বলয় বা অ্যাটল বলে। যেমন - ফুনাফুটি, ফিজি অ্যাটল ইত্যাদি।

অথবা,

মোনাডনক বলতে কী বোঝায়?

উত্তরঃ সমপ্রায় ভূমির যেখানে সেখানে ক্ষয়-প্রতিরোধী শিলায় গঠিত স্বল্প উচ্চতাবিশিষ্ট টিলা বা পাহাড় দেখা যায়। এ ধরনের পাহাড় বা টিলাকে মোনাডনক বলে। ঝাড়খণ্ড রাজ্যের গালুডিতে অবস্থিত পাট মাহুলিয়া মোনাডনকের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

(v) পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার দুটি পার্থক্য লেখো।

উত্তরঃ

পেডোক্যাল পেডালফার
(১) পেডোক্যাল ক্ষারীয় মৃত্তিকা (১) পেডালফার আম্লিক মৃত্তিকা
(২) পেডোক্যাল মৃত্তিকায় ক্যলসিয়াম কার্বনেটের প্রাধান্য থাকে (২) পেডালফার মৃত্তিকায় লৌহ ও অ্যালুমিনিয়াম বেশি থাকে

অথবা,

মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝায়?

উত্তরঃ উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকার পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ করা যায়। একে মাটির ক্যাটেনা বলে। ল্যাটিন শব্দ Catena -এর অর্থ Chain বা শৃঙ্খল।

(vi) অক্লুসন বলতে কি বোঝায়?

উত্তরঃ মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে বার্ধক্য পর্যায়ে অতি দ্রুতগামী সমগ্র শীতল সীমান্ত ধীর গতি সম্পন্ন সমগ্র উষ্ণ সীমান্তকে স্পর্শ করে ও উভয়ে মিলিত হয়ে একটি মাত্র অভিন্ন সীমান্তে পরিণয় হয়। এই প্রক্রিয়াটিকে অক্লুশান বলে।

অথবা, 

লা-নিনো কী?

উত্তরঃ স্পেনীয় শব্দ la nino-এর অর্থ ক্ষুদ্র বালিকা। দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলের অদূরে নিরক্ষীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু বা হামবোল্ট সমুদ্রস্রোত সৃষ্টি হয়ে বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে, তাকে লা নিনা বলে।

(vii) অক্সিলোফাইট উদ্ভিদ কী?

উত্তরঃ যে সমস্ত উদ্ভিদ অম্লধর্মী মাটিতে জন্মায় তাদের অক্সিলোফাইট উদ্ভিদ বলে। যেমন - নিটাম।

অথবা,

'কিয়োটো প্রোটোকল' চুক্তি কী?

উত্তরঃ গ্রিন হাউস গ্যাস হ্রাস, ভূ উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে বিশ্বের ১৪১ টি দেশ ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে জাপানের কিয়োটো শহরে তৃতীয় বসুন্ধরা সম্মেলনে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন, তা কিয়োটো প্রোটোকল নামে পরিচিত।

(viii) বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কী?

উত্তরঃ পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয়গত কারণে যখন বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবসম্প্রদায় তাদের প্রাক্রতিক বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, তখন তাদের বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলে।

অথবা, 

জীববৈচিত্র্যের হটস্পটের সংজ্ঞা দাও।

উত্তরঃ ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারসের দেওয়া সংজ্ঞাটি হল- পৃথিবীর যে অঞ্চলে জীববৈচিত্র্যের মাত্রা অধিক, স্থানিক প্রজাতির সংখ্যা প্রচুর এবং যেখানকার বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বা উষ্ণ অঞ্চল বলে।

(ix) হড়পা বান কী?

উত্তরঃ উচ্চ পার্বত্য অঞ্চলে অতধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদের জল আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে, তাকে হড়পা বান বলে। যেমন - ২০১০ সালে লাদাখে হড়পা বানে ২৫৫ জনের মৃত্যু ঘটে।

অথবা, 

মেঘভাঙা বৃষ্টি কী?

উত্তরঃ কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলে। যেমন - মেঘভাঙা বৃষ্টিতে ২০১৩ সালে উত্তরাখন্ডের কেদারনাথে ৫৭০০ জনের মৃত্যু ঘটে।

(x) ইন্দোনেশিয়ায় স্থানাস্তর কৃষির স্থানীয় নাম কী?

উত্তরঃ ইন্দোনেশিয়ায় স্থানাস্তর কৃষির স্থানীয় নাম হল হুমা।

অথবা, 

মিশ্র কৃষি বলতে কি বোঝায়?

উত্তরঃ যে কৃষি ব্যবস্থায় চাষের জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের সাথে সাথে ফল ও শাকসবজি উৎপাদন এবং দুগ্ধ, মাংস ও সারের প্রয়োজনে একই খামারে পশুপালন করা হয়, তাকে মিশ্র কৃষি বলে।

(xi) বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও।

উত্তরঃ যেসব কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে, তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন - তুলো, পশম।

অথবা,

আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কেন?

উত্তরঃ কারণগুলি হল - 

(১) ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কাশায়ার প্রদেশে ম্যাঞ্চেস্টার হল গুরুত্বপূর্ণ শিল্পশহর। অনুরূপভাবে ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যে আমেদাবাদ একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর।

(২) ব্রিটেনের আইরিশ সাগরের তীরস্থ ম্যাঞ্চেস্টারের মতো ভারতে আমেদাবাদ খাম্বাত উপসাগরের নিকট অবস্থিত।

(xii) WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ WTOএর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা-তে অবস্থিত।

(xiii) পরিব্রাজন বলতে কি বোঝায়?

উত্তরঃ দীর্ঘ দিন ধরে বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কোনো দেশ বা স্থান ছেড়ে অন্যত্র মানুষের স্থানান্তর প্রক্রিয়া বা যাওয়া-আসাকে পরিব্রাজক বলে।

অথবা, 

CBD বলতে কি বোঝায়?

উত্তরঃ পৌর বসতির কেন্দ্রস্থলে গড়ে ওঠা প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক এলাকাকে সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক্ট বা CBD বলে। যেমন - কলকাতার বিবাদীবাগ এলাকা।

(xiv) কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত?

উত্তরঃ ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত।

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close