MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 BENGALI PAGE 198 SOLVED
BENGALI
Page - 198
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ সবাই তপনের গল্প শুনে - হাসে
১.২ "শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল।" - এখানে 'ফতোয়া' শব্দের অর্থ - রায়
১.৩ "তোমার চিন্তা নেই ঠাকুর।" - 'ঠাকুর' বলতে বোঝানো হয়েছে - তেওয়ারীকে
১.৪ শঙ্ক ঘোষের ছদ্মনাম ছিল - কুন্তক
১.৫ আফ্রিকা বিদ্রুপ করেছিল - ভীষণকে
১.৬ সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে - ধুমকেতুকে
১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল - রিজার্ভার পেন
১.৮ পপুলার সায়েন্স লেখা সুসাধ্য - ইউরোপ-আমেরিকায়
১.৯ বৈজ্ঞানিক সাহিত্যে স্থান বিশেষে চলতে পারে - রূপক
১.১০ রাস্তায় কুড়িয়ে পেয়েছি - রেখাঙ্কিত পদটি কোন্ কারকের দৃষ্টান্ত - অধিকরণকারক
১.১১ 'যজ্ঞ সাঙ্গ করো, বীরমণি' - রেখাঙ্কিত পদটি কোন কারকের দৃষ্টান্ত - সম্বোধন পদ
১.১২ সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন্ সমাসকে বর্ণনামূলক সমাসের অন্তর্ভুক্ত করেন - বহুব্রীহি
১.১৩ 'পঞ্চকন্যা পাইলা চেতন' - রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হল - পঞ্চকন্যার সমাহার
১.১৪ 'তোরা সব জয়ধ্বনি কর' - বাক্যটির কর্মবাচ্যের রূপ হল - তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক
১.১৫ রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল - বাক্য নির্মাণের শর্ত অনুসারে এই বাক্যের যা নেই - যোগ্যতা
১.১৬ অনুসর্গের অপরনাম - কর্মপ্রবচনীয়
১.১৭ 'অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে' - বাক্যটি হল - যৌগিক বাক্য
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ