HS ABTA Test Paper 2022-23 Bengali Page 87 Answer
BENGALI
(Group-A)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো :
১.১ গাঁ থেকে এইছি। খেতে পাইনে বাবা।' বক্তা - মৃত্যুঞ্জয়
১.২ কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল - ভজন
১.৩ 'নির্ঘাত মরে গেছে বুড়িটা।' এই কথাটি বলেছিল - জগা
১.৪ "একটু বসেই তাই উঠে গেল কলঘরে।" মৃত্যুঞ্জয় কলঘরে গিয়েছিল - বমি করার জন্য
১.৫ 'বাবুরা খায়' - নানাবিধ চাল
১.৬ "নদীর জল __________ মতো লাল।" - মচকাফুলের পাপড়ির
১.৭ 'সে কখনো করে না বঞ্চনা' - সে হল - সত্য
১.৮ অলস সূর্য ছবি আঁকে - সন্ধ্যার জলস্রোতে
১.৯ 'আমি দেখি' কবিতার কবির চোখ চায় - সবুজ
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
১.১০ সংস্কৃত পরীক্ষায় অমর পেয়েছিলেন - তেরো
অথবা,
রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন - দিলদার
১.১১ 'নানা রঙের দিন' নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল - ৬৮ বছর
অথবা,
"এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে" সংলাপটি বলেছেন - শম্ভু
১.১২ শম্ভু মিত্রের 'বিভাব' নাটকে উল্লিখিত 'কাবুকি' যে দেশের থিয়েটার - জাপান
১.১৩ গলদের নিপাত করেছিল - সিজার
অথবা,
বলী কান্ধারী ছিলেন একজন - দরবেশ
১.১৪ মাঝি মাল্লার গান - ভাটিয়ালি
১.১৫ শান্তিনিকেতনে 'কলাভবন' প্রতিষ্ঠিত হয় - ১৯১৯ খ্রিস্টাব্দে
১.১৬ সত্যজিৎ রায় যে পুরস্কারটি পাননি - নাবেল
১.১৭ বিধেয় হয় সাধারণত বাক্যের - ক্রিয়া
১.১৮ রূপমূল হল - ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
Please abta asq question গুলি দাও
উত্তরমুছুনSir MCQ Ar satha SAQ Ar answer gulo dila khubi valo hoto
মুছুনSaq er answer gulo dile vhalo hoto
উত্তরমুছুনSaq er answer gulo dile vhalo hoto
উত্তরমুছুন