3rd December 2022 | Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
কেডিপাবলিশার ডট ইন ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আজ এই পেজে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটি সম্পূর্ণ পেজ উপস্থাপন করেছি। এই পেজে আমি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো।
Current Affairs Bangla
প্রশ্নঃ 2022 সালে ফোর্বসের ভারতের 100 জন ধনীদের তালিকায় শীর্ষস্থানে আছে কে?
(ক) রাধাকিশান দামানি
(খ) শিব নাদার
(গ) গৌতম আদানি
(ঘ) মুকেশ আম্বানি
উত্তরঃ (গ) গৌতম আদানি
প্রশ্নঃ কোন্ রাজ্যে International Lusophone Festival অনুষ্ঠিত হবে?
(ক) রাজস্থান
(খ) মহারাষ্ট্র
(গ) কেরালা
(ঘ) গোয়া
উত্তরঃ (ঘ) গোয়া
প্রশ্নঃ ভারত ও কোন্ দেশের সেনাবাহিনীর মধ্যে Agni Warrior নামে দ্বিপাক্ষিক অনুশীলন অনুষ্ঠিত হলো?
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) মালয়েশিয়া
(ঘ) সিঙ্গাপুর
উত্তরঃ (ঘ) সিঙ্গাপুর
প্রশ্নঃ Advertising Agencies Association of India এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হলেন?
(ক) সঞ্জয় বর্মা
(খ) অতনু শর্মা
(গ) অশোক বর্মা
(ঘ) প্রশান্ত কুমার
উত্তরঃ (ঘ) প্রশান্ত কুমার
প্রশ্নঃ কোন্ IAS অফিসার UPSC-এর সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন?
(ক) প্রীতপাল কৌর
(খ) প্রীতি সুদান
(গ) অপরাজিতা রাই
(ঘ) সৌম্য সম্বাসিবন
উত্তরঃ (খ) প্রীতি সুদান
প্রশ্নঃ Miss Earth 2022 জিতলেন মিনা সু চোই, ইনি কোন্ দেশের নাগরিক?
(ক) ব্রাজিল
(খ) জাপান
(গ) উত্তর কোরিয়া
(ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (ঘ) দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে বৃহত্তম আন্তর্জাতিক যোগা সেন্টার তৈরি করা হলো?
(ক) জম্মু-কাশ্মীর
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) দিল্লী
উত্তরঃ (ক) জম্মু-কাশ্মীর
প্রশ্নঃ বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
(ক) 1লা ডিসেম্বর
(খ) 2রা ডিসেম্বর
(গ) 3রা ডিসেম্বর
(ঘ) 4ঠা ডিসেম্বর
উত্তরঃ (খ) 2রা ডিসেম্বর
প্রশ্নঃ জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়?
(ক) 30শে নভেম্বর
(খ) 3রা ডিসেম্বর
(গ) 2রা ডিসেম্বর
(ঘ) 1লা ডিসেম্বর
উত্তরঃ (গ) 2রা ডিসেম্বর
প্রশ্নঃ হিমালয়ান চামরি গাই বা ইয়াককে 'খাদ্য পশু' হিসেবে অনুমোদন দিল কে?
(ক) NABARD
(খ) FCI
(গ) FSSAI
(ঘ) FICCI
উত্তরঃ (গ) FSSAI
আশা করি এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আগামী দিনের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে। তো নিচে থেকে এই মাসের বিভিন্ন দিনের চলতি বিষয়াবলি এবং বিভিন্ন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিতে পারো। তাছাড়া উপরে আজকের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আলোচনা করা আছে।
November Daily Current Affairs : Download
No
উত্তরমুছুন