LightBlog
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট : পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টি প্রশ্নোত্তর পর্ব ৪
Type Here to Get Search Results !

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট : পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টি প্রশ্নোত্তর পর্ব ৪

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট পর্ব ৪

      প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET EVS Practice Set 4 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।

Primary TET Practice Set 2022 EVS Part 4
Primary TET Practice Set 2022 EVS Part 4


Primary TET EVS Practice Set : 50+ Question and Answer


প্রশ্নঃ গ্রিনহাউস গ্যাস কোনটি? - মিথেন

প্রশ্নঃ CFC -এর উৎস হলো - রেফ্রিজারেটর

প্রশ্নঃ ওজোন স্তর ক্ষয়কারী একটি গ্যাস হল - ক্লোরিন

প্রশ্নঃ ওজোন গ্যাসের রং হলো - নীলাভ

প্রশ্নঃ ওজোন গ্যাসের গন্ধ কেমন? - আঁশটে

প্রশ্নঃ ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয়? - মেলানোমা

প্রশ্নঃ ওজোন গ্যাসে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে – 3 টি

প্রশ্নঃ গ্রিনহাউস প্রভাবের ফলে শস্যের উৎপাদন - হ্রাস পাবে

প্রশ্নঃ ভারত স্টেজ-সিক্স (BS- VI) কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? - যানবাহন

প্রশ্নঃ ‘প্রাকৃতিক সৌরপর্দা’ কী? - ওজোন স্তর

প্রশ্নঃ কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? - গামা

প্রশ্নঃ তেজস্ক্রিয় বিকিরণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? - গিগার-মুলার কাউন্টার

প্রশ্নঃ ভারতের প্রায় কত শতাংশ এলাকা খরাপ্রবণ? - 29 শতাংশ

প্রশ্নঃ ঝুমচাষ হল - যাযাবরী কৃষি

প্রশ্নঃ 2011 জনগণনা অনুসারে, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার বৃদ্ধি হার সর্বাধিক? - বিহার

প্রশ্নঃ যে জীবটি কৃষকের বন্ধু সেটি হল - কেঁচো

প্রশ্নঃ একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল - একিডনা

প্রশ্নঃ তসর রেশম উৎপন্ন করে - Antheraca mylitta

প্রশ্নঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কটি হাড় থাকে? - 206 টি হাড়

প্রশ্নঃ মানবদেহে বৃহৎ পেশিটি কোথায় থাকে? - কোমর

প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্ণিয়া? - চোখ

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? - মেছো বিড়াল

প্রশ্নঃ ‘অরিজিন অফ স্পিসিস’ গ্রন্থটির লেখক হলেন - স্যার চার্লস ডারউইন

প্রশ্নঃ ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় - 2002 সালে

প্রশ্নঃ ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালের? - 1972

প্রশ্নঃ জীব বৈচিত্র্যে প্রথম দেশ হল - ব্রাজিল

প্রশ্নঃ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? - 22 মে

প্রশ্নঃ Father of Biodiversity কাকে বলা হয়? - উইলসন

প্রশ্নঃ বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি? - 53 টি

প্রশ্নঃ ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি কোথায় অবস্থিত? - হাওড়া

প্রশ্নঃ পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হল - 34 টি

প্রশ্নঃ ভারতে হটস্পটের সংখ্যা - 4 টি

প্রশ্নঃ কোনটি ইন-সিটু সংরক্ষণ-এর উদাহরণ? - সবকটি

(ক) জাতীয় উদ্যান

(খ) বন্যপ্রাণী অভয়ারণ্য

(গ) বায়োস্ফিয়ার রিজার্ভ

প্রশ্নঃ ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো - জিম করবেট

প্রশ্নঃ কোথায় রামসার সম্মেলন হয়? - ইরান

প্রশ্নঃ গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? - গুজরাট

প্রশ্নঃ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? - নীলগিরি

প্রশ্নঃ জাতীয় উদ্যান হল একপ্রকার - ইন-সিটু সংরক্ষণ

প্রশ্নঃ নিম্নলিখিত কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয় - বোটানিক্যাল উদ্যান

প্রশ্নঃ জীব বৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কোনটি? - প্রাকৃতিক বাসভূমি ধ্বংস

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম তৃণভূমির নাম কি? - স্টেপস

প্রশ্নঃ বোতলের ছিপি কোন গাছের ফল থেকে তৈরী হয়? - ওক

প্রশ্নঃ কোন অরণ্য নরম কাঠের অরণ্য নামে পরিচিত? - সরলবর্গীয় অরণ্য

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কী? - তৈগা

প্রশ্নঃ জাতীয় অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? - 8-14 জুলাই

প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? - 5 জুন

প্রশ্নঃ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? - 21 মার্চ

প্রশ্নঃ পৃথিবীর অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? - বোগার

প্রশ্নঃ ঠেসমূল ও শ্বাসমূল কোন ধরনের বৃক্ষের বৈশিষ্ট্য? - ম্যানগ্রোভ

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাছ পাওয়া যায়? - মধ্যপ্রদেশ

প্রশ্নঃ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়? - 21 মার্চ

প্রশ্নঃ ভারতের মোট ম্যানগ্রোভ অরণ্যের সংখ্যা হল - 15 টি

প্রশ্নঃ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? - সুন্দরবন

প্রশ্নঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী? -  পিছাভরম

প্রশ্নঃ নিম্নলিখিত কোনটি পরিবেশবান্ধব বৃক্ষ নয়? -  ইউক্যালিপটাস

প্রশ্নঃ বনভূমি ধ্বংসের পরিনাম হল - ক, খ উভয়

(ক) বন্যা

(খ) স্বল্প বৃষ্টি

প্রশ্নঃ লন্ডন ফগ (Fog) নামক প্রকৃতিক দূর্যোগ ঘটে কত সালে? - 1950

প্রশ্নঃ দূষণ আন্দোলনের একজন নেতা হলেন - অমৃতা দেবী

প্রশ্নঃ মাটিতে স্বাভাবিক আর্সেনিকের মাত্রা - 5 PPM

প্রশ্নঃ WHO -এর মতে শব্দের নিরাপদ প্রাবল্য কত? - 45 ডেসিবেল

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

Primary TET Practice Set PDF Download

     পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Primary TET Practice Set 3 Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।

Primary TET Practice Set PDF : Download

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close