HISTORY
(New Syllabus)
2019
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
GROUP - A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) :
i) কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়? - c) নব্য প্রস্তর যুগে
ii)‘ইন্ডিকার’ রচয়িতা ছিলেন - a) মেগাস্থিনিস
iii)‘ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থের বিষয়বস্তু হল - d) রাষ্ট্রনীতি
iv) বারুদের আবিষ্কার হয়েছিল - a) চীনে
v) সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন - b) (I), (II), (III) সঠিক, (IV) ভুল
I) সন্ধ্যাকর নন্দী
II) জিয়াউদ্দিন বরনি
III) আমীর খুসরো
IV) আফিফ
vi) ‘গিলগামেস' হল ___________ মহাকাব্য। - b) মেসোপটেমিয়ার
vii) পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হতো - d) ম্যানুমিসিও
viii) রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন - a) উইলিয়াম হার্ভে
ix) নীচের কোন্ সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? - b) সুমেরীয় সভ্যতার মানুষ
x) এথেন্সের শাসন কাঠামো ছিল - d) গণতান্ত্রিক
xi) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল - c) অস্মক
xii)পাটলিপুত্র রাজধানী ছিল - d) মগধের
xiii) সিসেরো ছিলেন - a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
xiv) টমাস ক্রমওয়েল 'Act of Supremacy' ঘোষণা করেন - b) 1534 খ্রিষ্টাব্দে
xv) নিম্নলিখিত কোন্ প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়? - c) সুমের
xvi) প্রথম দাস বিদ্রোহ হয় - a) সিসিলিতে
xvii) অর্থশাস্ত্রে কতপ্রকার বিবাহ রীতির উল্লেখ আছে? - d) ৪ প্রকার
xviii) সামন্ততান্ত্রিক ইওরোপে কৃষকদের দেয় ‘টাইথ’ করটি ছিল - b) ধর্মকর
xix ) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলে অভিমত দিয়েছিলেন - a) মেগাস্থিনিস
xx) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? - b) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে
xxi ) সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন - d) ফতেপুর সিক্রিতে
xxii) 'ঝড়ের অন্তরীপ' (Cape of Storms) নামকরণ করেন। - b) বার্থলোমিউ দিয়াজ
xxiii) দিল্লীর কোন্ সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান? - a) কুতুবউদ্দিন আইবক
xxiv) ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন - b) অষ্টম হেনরি
See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE
GROUP - B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
i) ইতিহাস-পুরাণ কি?
ii) হায়ারোগ্লিফিক লিপি কি?
অথবা,
নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ?
iii) 'মেটিক' কাদের বলা হয়?
iv) 'নগর রাষ্ট্র' বলতে কী বোঝায়?
অথবা,
জনপদ কী?
v) ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন?
vi) অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল?
vii) ‘ইক্তা’ শব্দের অর্থ কী?
অথবা,
চীনে কেন ম্যাণ্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে?
viii) 'সপ্তাঙ্গ তত্ত্ব কি?
ix) প্রাচীন ভারতে ‘অগ্রহার' প্রথা বলতে কী বোঝায়?
অথবা,
গিল্ড কি ছিল?
x) 'ট্রুবাদুর’ কাদের বলা হয়?
xi)`স্ত্ৰীধন’ বলতে কি বোঝ?
xii) অ্যালকেমি বলতে কি বোঝ?
অথবা,
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়?
xiii) 'পার্চমেন্ট' কী?
অথবা,
বারুদ কোন্ দেশে আবিষ্কৃত হয়েছিল?
xiv) নাবিক হেনরি কে ছিলেন?
অথবা,
ম্যাগেলান কেন বিখ্যাত?
xv) আতস কাঁচ কে আবিষ্কার করেন?
অথবা,
অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?
xvi) কে, কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE
GROUP - C
3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
a) নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী?
অথবা,
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয়?
b) ‘ইক্তা' ব্যবস্থার বিবর্তন আলোচনা করো।
অথবা,
পারস্যের 'ক্ষত্রপ' ও চীনের 'ম্যান্ডারিন'-এর বিবরণ দাও।
c) সাম্রাজ্যের সংজ্ঞা লেখো। মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।
অথবা,
কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো।
d) সামন্ততন্ত্র বলতে কী বোঝ? ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো।
অথবা,
ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের তিনটি কারণ ব্যাখ্যা করো।
e) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখ।
ক্লাস ইলেভেন সমগ্র ইম্পরট্যান্ট কোশ্চেন শর্ট এমসিকিউ
উত্তরমুছুন🥴
উত্তরমুছুন