HISTORY
(New Syllabus)
2017
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Group - A
1. বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :
(i) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো - জীবাশ্ম
(ii) ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? - খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
(iii) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল - গিলগামেশ
(iv) নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল - কৃষি পদ্ধতির ব্যবহার
(v) দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি - মেসোপটেমিয় সভ্যতা
(vi) বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? - হোলোসিন
(vii) এথেন্সের শাসন কাঠামো ছিল - গণতান্ত্রিক
(viii) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন - চন্দ্রগুপ্ত মৌর্য
(ix) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো - মগধ
(x) কোন্ দেশের রাজতন্ত্র দিল্লি সুলতানির দ্বারা অনুসৃত বলে বর্ণিত মনে করতেন? - পারস্যের
(xi) শূন্যস্থান পূরণ করো: _____________ 'আধুনিক রাষ্ট্রচিন্তার জনক' নামে পরিচিতি। - মেকিয়াভেলি
(xii) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : - A - d B - a C - b D - c
ক স্তম্ভ
(A) দাগ ও হুলিয়া
(B) মাকতি
(C) স্যাট্রাপ
(D) ম্যান্ডারিন
খ স্তম্ভ
(a) ইক্তা ব্যবস্থা
(b) প্রাদেশিক গভর্নর
(c) আমলা
(d) সামরিক ব্যবস্থা
(xiii) প্রথম দাস বিদ্রোহ হয় - সিসিলিতে
(xiv) ইউরোপের সামন্ততন্ত্র সমাজের ক্ষুদ্র কৃষকদের বলা হত - ভিলেন
(xv) শূন্যস্থান পূরণ করো : সর্বপ্রথম ইউরোপের ________ ব্যবসায়ীদের গড়ে ওঠে। - ইংল্যান্ডে
(xvi) প্রণয়নমূলক বিবাহ কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত - গান্ধর্ব
(xvii) রানী দুর্গাবতী নিহত হন - গন্ডোয়ানার যুদ্ধে
(xviii) স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হত - স্প্যার্টিয়েট
(xix) সত্যের সন্ধানের বুদ্ধদেবের গৃহ ত্যাগ কে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় - মহাভিনিষ্ক্রমণ
(xx) তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন বসে - পাটলিপুত্রে
(xxi) ধম্ম পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত - দ্বিতীয়
(xxii) বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদগাতা কে ছিলেন? - টলেমি
(xxiii) দৃশ্যমান জ্যোতিষ বিদ্যার জনক কাকে বলা হয়? - গ্যালিলিও
(xxiv) পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন - গ্যালিলিও
See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE
Group - B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
(i) প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন?
(ii) ইতিহাসের রৈখিক কাল চেতনা কি?
অথবা
নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
(iii) রাস্তা রঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি?
(iv) অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল কবে?
অথবা
প্রাচীন ভারতে মহাজনপদ গুলির উত্থান কোথায় হয়েছিল?
(v) পলিস বলতে কী বোঝো?
(vi) উলেমা কারা?
অথবা
ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি?
(vii) টিউডর বিপ্লব কি?
(viii) ম্যান্ডারিন বলতে কী বোঝায়?
অথবা
অ্যাক্ট অফ সুপ্রেমেসি আইন কে কবে পাস করেন?
(ix) প্রাচীন ভারতে অগ্রহার প্রথা কি?
অথবা
দাস অর্থনীতি কি?
(x) ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? সে গুলি কি কি?
(xi) ফিফ কি?
অথবা
করভি কি ছিল?
(xii) ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলে?
অথবা
স্ত্রীধন বলতে কী বোঝো?
(xiii) মিশরের প্রথম মহিলা ফ্যারাও কে ছিলেন?
(xiv) অ্যালকেমি কাকে বলে?
অথবা
আধুনিক বিজ্ঞানের জনক নামে কে পরিচিত?
(xv) আতস কাঁচ কে আবিষ্কার করেন?
অথবা
অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?
(xvi) রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত?
অথবা
কে কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE
Group - C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
(i) সিন্ধু সভ্যতা কে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও।
অথবা
নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কি?
(ii) রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি তুলনামূলক আলোচনা করো।
অথবা
ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
(iii) গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো।
অথবা
মধ্যযুগে ইউরোপে গ্রিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো।
(iv) প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও।
অথবা
প্রাচীন মিশরের নেফারতিত ও ক্লিওপেট্রা কার্যাবলীর পরিচয় দাও।
(v) আকবরের দীন-ই-ইলাহী সম্পর্কে বিশদভাবে আলোচনা করো।
Thanks
উত্তরমুছুনSankar
মুছুনSankar hansda
মুছুন