দিগন্তের প্রসার
অষ্টম অধ্যায়
একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৩
WB Class 11 History Suggestion 2023
(১) নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ অধুনিক রসায়নিকবিদার জনক কাকে বলা হয়? - ল্যাভয়সিয়রকে
১.২ কোপারনকাসের বক্তব্যকে সর্বাধিক জনপ্রিয় করে তোলেন - জিওরদানো ব্রুনো
১.৩ টেলিস্কোপ বা দূরবিন যন্ত্রের আবিষ্কার করেন - গ্যালিলিও গ্যালিলি
১.৪ 'প্রিন্সিপিয়া' গ্রন্থের রচনা করেছিলেন - নিউটন
১.৫ উড়ন্ত মাকু আবিষ্কার করেন - জন কে
১.৬ সেফটি ল্যাম্প তৈরি করেন - হামফ্রে ডেভি
১.৭ ওপাস মাজুস গ্রন্থের লেখক হলেন - রজার বেকন
১.৮ কৃষি বিপ্লবের ফলে ক্ষতিগ্রস্থ কৃষক - শহরে চলে আসতে থাকে
১.৯ কোন্ দেশে বাদুর তৈরির কৌশল উদ্ভাবন হয়? - চিনে
১.১০ গ্রেট হ্যারি ছিল একটি বড়ো - যুদ্ধজাহাজ
১.১১ কোন্ দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয়? - জার্মানি
১.১২ জাইলোগ্রাফি পদ্ধতিতে চিনদেশে ছাপানো প্রথম বইটির নাম হল - হীরক সূত্র
১.১৩ প্রুফ দেখার সুযোগ না থাকায় বইপত্রে প্রচুর ভুল ভ্রান্তি থাকত - হাতে লেখা পুঁথিতে
১.১৪ নিচের কোন্টিকে নতুন বিশ্ব বলা হত? - আমেরিকা
১.১৫ ভাস্কো-দা-গামা ভারতের যে বন্দরে পৌঁছেছিলেন, তা হল - কালিকট বন্দর
১.১৬ পোর্তুগাল বিদেশ থেকে যে ধাতুর আমদানি করেছিল, তা হল - সোনা
See More : WB Class 11 History Full Suggestion 2023 WBCHSE
(২) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ অ্যালকেমি বলতে কী বোঝো?
উত্তরঃ প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরোপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা অপরসায়নবিদ্যা বা অ্যালকেমি নামে পরিচিত।
২.২ কয়েককজন প্রাচীন ভারতীয় বিজ্ঞানীর নাম লেখো।
উত্তরঃ কয়েকজন প্রাচীন ভারতীয় বিজ্ঞান হলেন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রমুখ।
২.৩ কবে, কোথায় ধাতুবিগলন প্রযুক্তির আবিষ্কার হয়?
উত্তরঃ ১৩৪০ খ্রিস্টাব্দ নাগাদ ইউরোপে ধাতুবিগলন প্রযুক্তির আবিষ্কার হয়।
২.৪ কোথা থেকে কীভাবে সিফিলিস রোগ ইউরোপে আসে?
উত্তরঃ আমেরিকা থেকে কলম্বাসের সঙ্গী নাবিকদের মাধ্যমে সিফিলিস রোগ ইউরোপে আসে।
২.৫ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন্ দেশের মানুষ ছিলেন?
উত্তরঃ নিকোলাস কোপারনকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। কোপারনকাস পোল্যান্ডের মানুষ ছিলেন।
২.৬ প্রাচীন ভারতের কোন্ বিজ্ঞানী আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কারণও আবিষ্কার করেন?
উত্তরঃ প্রাচীন ভারতের বিজ্ঞানী আর্যভট্ট আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কারণও আবিষ্কার করেন।
২.৭ মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো?
উত্তরঃ আধুনিককালে কোপারনিকাস, ব্রুনো গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে, বিশ্বব্রহ্মান্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যের কেন্দ্র করে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত।
২.৮ টু নিউ সাইন্সস গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ইটালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি।
২.৯ কারিগরি বিপ্লব কী?
উত্তরঃ আধুনিক বিজ্ঞানের অগ্রগতির ফলে বিজ্ঞানের নানা শাখায় গবেষণা শুরু হয়। বিজ্ঞানকে কাজে লাগিয়ে ইউরোপে প্রযুক্তিবিদ্যা ও কারগরি ব্যবস্থায় প্রভূত অগ্রগতি ঘটে। একে কারিগরি বিপ্লব বলা হয়।
২.১০ প্রথম কবে কোথায় বারুদের আবিষ্কার হয়?
উত্তরঃ প্রথম খ্রিস্টীয় নবম শতকে চিনে বারুদের আবিষ্কার হয়।
২.১১ লিগেচার পদ্ধতি কী? এটি কে আবিষ্কার করেন?
উত্তরঃ লিগেচার পদ্ধতি হল রক্তপাত বন্ধ করার একটি কৌশল। এই পদ্ধতিটি আবিষ্কার করেন ফ্রান্সের চিকিৎসক আমব্রোয়াজ।
২.১২ জাইলোগ্রাফি পদ্ধতি কী?
উত্তরঃ খ্রিস্টীয় অষ্টম শতকে চিনদেশে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের পদ্ধতি জাইলোগ্রাফি নামে পরিচিত।
২.১৩ কে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন?
উত্তরঃ জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন।
২.১৪ পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝাত?
উত্তরঃ নতুন বিশ্ব বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাত। স্পেনের আভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৮৯২ খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন নতুন বিশ্ব।
২.১৫ নাবিক হেনরি কে ছিলেন?
উত্তরঃ নাবিক জেনরি ছিলেন পোর্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তাঁর আসল নাম ছিল ইনফ্যান্টি হেনরি। তিনি আফ্রিকা উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে অভিযান চালান।
২.১৬ কবে ও কাদের মধ্যে তালাসের যুদ্ধ অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭৫১ খ্রিস্টাব্দে চিন ও আকবের মধ্যে তালাসের যুদ্ধ অনুষ্ঠিত হয়।
২.১৭ কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন?
উত্তরঃ ১৫০০ খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল ব্রাজিল আবিষ্কার করেন।
২.১৮ কার নাম অনুসারে কবে আমেরিকার নামকরণ হয়?
উত্তরঃ আমেরিগো ভেসপুচির নাম অনুসারে ১৫০৭ খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশের নামকরণ হয়।
২.১৯ কে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন? কার নাম অনুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ হয়?
উত্তরঃ স্পেনের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান ১৫১৯ খ্রিস্টাব্দে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। স্পেনের যুবরাজ ফিলিপের অনুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ হয় ফিলিপাইন দ্বীপপুঞ্জ।
২.২০ জলপথের কে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?
উত্তরঃ জলপথে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন স্পেনের নাবিক ম্যাগেলান।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ