LightBlog
রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali
Type Here to Get Search Results !

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা

মাইকেল অ্যানটনি

সপ্তম শ্রেণীর বাংলা

WB Class 7 Bengali


রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা | মাইকেল অ্যানটনি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর

হাতে কলমে

(১) বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখোঃ

১.১ বর্ষাকেল এমনই ছিল - মেয়ারো।

১.২ নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি - স্পেনে যা।

১.৩ নিকুচি - মনে মনে বললাম।

১.৪ ভেতর ভেতর - হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।

১.৫ অ্যামি ডাকে - টেল।

(১০) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

১০.১ তোমার রাজ্যের কোন্‌দিকে সমুদ্র রয়েছে?

উত্তরঃ আমার রাজ্যের দক্ষিণদিকে সমুদ্র রয়েছে।

১০.২ খেলাধূলো নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।

উত্তরঃ খেলাধুলো নিয়ে লেখা আমার পড়া গল্পের নাম 'রেফারি নুটুকাকা' গল্পকারের নাম বিমল কর।

১০.৩ ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।

উত্তরঃ ঘরের ভিতরের খেলা দাবা ও বাইরের খেলা ফুটবল।

১০.৪ তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।

উত্তরঃ আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম সৌরভ গাঙ্গুলি।

১০.৫ তোমার জানা ঋতুবিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পঙক্তি লেখো।

উত্তরঃ আমার জানা ঋতুবিষয়ক একটি ছড়া হল - রবীন্দ্রনাথ ঠাকুরের 'ফাল্গুন'। ছড়াটির প্রথম পঙক্তি হল - 'ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।"

(১১) নিচের প্রশণগুলির দু-একটি বাক্যে উত্তর দাওঃ

১১.১ মাঠের খেলাধুলোর সঙ্গে রাস্তায় খেলাধুলোর ফারাকগুলি লেখো।

উত্তরঃ মাঠের খেলাধুলোয় বহু দর্শক থাকে এবং একটি সুনির্দিষ্ট নিয়মশৃঙ্খলা রক্ষিত হয়। রাস্তার খেলাধুলোয় অনেক বিপদ হতে পারে আর সাধারণত কঠোর নিয়মে এই খেলা আবদ্ধ নয়।

১১.২ সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?

উত্তরঃ সমুদ্রের ধারে ঝড় এমনই ভয়ংকর হয়ে ওঠে যে, সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে তীরবর্তী ঘরবাড়ি গ্রাস করে রাস্তাঘাট, বিদ্যুৎ - সবকিছুর ক্ষতি করতে পারে।

১১.৩ গল্পে মোট ক-টি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?

উত্তরঃ গল্পে মোট তিনটি কিশোর চরিত্রের সন্ধান পেয়েছি। গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি হল ভার্ন ও অ্যামির মা।

১১.৪ সেলো, ভার্নের ব্যাট-বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?

উত্তরঃ টসে সেলো হেরে গিয়েছিল বলে রাগে বাড়ির পিছনে ঝোপের মধ্যে সে ব্যাট-বল ছুরে ফেলে দিয়েছিল।

১১.৫ তাদের বিবাদ কীভাবে মিটে গেল?

উত্তরঃ নতুন বছরের গোড়ার দিকে অ্যামি ও ভার্নের সঙ্গে সেলোর দেখা হয়। দুই ভাইয়ের খোশমেজাজ দেখে সেলো লজ্জা পায়। শুধু তাই নয়, তাদের কেনা নতুন ব্যাট দিয়ে তারা সেলোকেই প্রথম ব্যাট করতে বলে। এইভাবেই তাদের মধ্যেকার বিবাদ মিটে গেল।

(১২) রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন্‌ কোন্‌ অনুষঙ্গে মনে হল যে, গল্পটি বিদেশি গল্প?

উত্তরঃ আলোচ্য গল্পে আমরা দুটি স্থানের নাম পেয়েছি - মেয়ারো এবং স্পেন। তিনটি চরিত্রের নাম পেয়েছি - সেলো ভার্ন এবং অ্যামি। বিদেশি মুদ্রা পেনির উল্লেখ পেয়েছি। আমাদের দেশে প্রচলিত লৌকিক ছড়াটিও স্পেনের অনুষঙ্গে বদলে গিয়েছে। তা ছাড়া, জানুয়ারি মাসকে বছরের সূচনা হিসেবে ধরা হয়েছে। এগুলি থেকেই বুঝতে পারা যায় যে, গল্পটি বিদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে।

(১৩) তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলি সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও।

উত্তরঃ আমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের যে মিলগুলি খুঁজে পাই, সেগুলি হল -

(ক) নেবু পাতায় করমচা - এই ছড়াটির সমবেত আবৃত্তি।

(খ) বিকেলবেলায় পাড়ার গলিতে কচিকাঁচাদের ক্রিকেট ম্যাচ।

(গ) কে আগে ব্যাট করবে বা কতক্ষণ ধরে ব্যাট করবে, সেই নিয়ে মনোমালিন্য।

(ঘ) বজ্রপাতের শব্দে ভয় পেয়ে চিৎকার করে ওঠা।

(ঙ) খেলার জন্য একই পারায় বিভিন্ন বাড়ি থেকে ছেলেমেয়েদের সমবেত হওয়া।

(চ) হঠাৎ বৃষ্টি এসে খেলা ভেস্তে দিলে বিরক্তি প্রকাশ।

(ছ) বৃষ্টির সময় ঘরের দরজা-জানলা বন্ধ রাখা।

(ঝ) খেলাধুলর মাধ্যমে সমবয়সিদের সঙ্গে আবার বন্ধুত্ব হওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close