নোট বই
সুকুমার রায়
সপ্তম শ্রেণীর বাংলা
WB Class 7 Bengali
(৬) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ঃ
৬.১ 'ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়' - বক্তা কোন্ কোন্ কথা নোট বইতে লিখে রেখেছিলেন?
উত্তরঃ বক্তা যে কথাগুলি নোট বইতে লেখে তা হল - ফড়িঙের কোটি ঠ্যাং, আরশোলা কী কী খায়, কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে - এসব নতুন নতুন কথা তিনি নোটবইতে লিখে রাখতেন।
৬.২ 'কাল থেকে মনে মোর লেগে আছে খটকা' - কাল থেকে মনে কী খটকা লেগেছে? এই খটকা কীভাবে দূর হবে?
উত্তরঃ বক্তার মনে কাল থেকে একটি খটকা লেগেছে যে, ঝোলাগুড় সাবান তৈরিতে লাগে, নাকি পটকা তৈরি করতে ব্যবহৃত হয়। এই প্রশ্নটিই বক্তাকে ভাবিয়ে তুলছে।
বক্তার মনের খটকা দূর হবে তখনই, যখন তিনি প্রশ্নের উত্তরটা তাঁর মেজদাকে খুঁচিয়ে জেনে নেবেন।
৬.৩ 'বলতে কী, তোমরা ও নোট বই পড়োনি!' - নোট বই পড়লে আর কী কী জানা যাবে?
উত্তরঃ বক্তা তাঁর নোট বইতে লিখে রাখা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। যেমন - পেট কেন কামড়ায়, জোয়ানের আরকে কেন ঝাঁঝ থাকে, তেজপাতায় তেজ কেন, লংকায় ঝাল কেন, নাক ডাকে কেন, পিলে চমকায় কেন, কিংবা দুন্দুভি কার নাম অথবা অরণি কাকে বলে - এইসব প্রশ্নের উত্তর বক্তার নোট বই পড়লে জানা যাবে।
(৭) নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
৭.১ ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কী করে?
উত্তরঃ ভালো কোনো কথা শুনলে লোকটি চটপট তাঁর নোটবুকে পেনসিলের সাহায্যে সেটি লিখে নেন।
৭.২ তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।
উত্তরঃ বক্তা যে ভালো কথাগুলি তাঁর নোট বইতে টুকে রেখেছিলেন, সেগুলি হল - ফড়িঙের ক-টি ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটপট করে এবং কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে।
৭.৩ কিলবিল, ছটফট, কটকট, টনটন - এগুলি কী ধরনের শব্দ?
উত্তরঃ কিলবিল,ছটফট,কটকট এবং টনটন এগুলি ধ্বন্যাত্মক শব্দ। ধ্বন্যাত্মক শব্দের অর্থ হল, যার অভ্যন্তরে বা ভিতরে একটি বিশেষ ধ্বনি আছে।
৭.৪ মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী?
উত্তরঃ মাথা ঘামানো এই শব্দবন্ধটির দ্বারা কবি বিশেষভাবে মস্তিষ্কচর্চার কথা বোঝাতে চেয়েছেন। চারপাশের বিষয়বস্তু দেখেশুনে বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়ার গুরুত্ব অনুধাবন করাকেই বক্তা মাথা ঘামানো বলেছেন।
৭.৫ ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
উত্তরঃ ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা তাঁর মেজদাকে খুঁচিয়ে তার উত্তরগুলি জেনে নেন।
৭.৬ মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো?
উত্তরঃ অবশ্যই, প্রতেকটি মানুষের কাছে নোটবই থাকা জরুরি। কারণ, এই পৃথিবীর অনেক বিষয় আমাদের অজানা থেকে যায়। নোটবই থাকলে সেসব প্রশ্নের উত্তর অভিজ্ঞ মানুষের থেকে জেনে লিখে রাখা সম্ভব হয়।
৭.৭ তুমি যদি নোট বই কাছে রাখ তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে?
উত্তরঃ আমার কাছে যদি নোট বই থাকে, তাতে অবশ্যই আমার না-জানা তথ্যগুলি লিখে রাখব। আমার চারপাশে প্রতিদিন ঘটে যাওয়া অনেক ঘটনার বিষয় আমার অজানা। সেই বিষয়গুলির উত্তর অনেক সময় নোট বইতে থাকা তথ্যের মাধ্যমে পাওয়া যাবে।
৭.৮ জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো।
উত্তরঃ জোয়ান (তরুন যুবক) : বর্তমানে চিনের থেকে ভারতের জোয়ানের সংখ্যা বেশি।
জোয়ান (পানের মশলা বিশেষ) : পানে জোয়ান না মেশালে স্বাদ ভালো হয় না।
৭.৯ আগাগোড়া এমন বিপরীত শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লিখে বাক্যরচনা করো।
আগাগোড়া - ঘটনার আগাগোড়া কিছুই আমি জানি না।
ভালো-মন্দ - ভালো-মন্দ মানুষ নিয়েই আমাদের সমাজ গড়ে উঠেছে।
সুখ-দুঃখ - আমাদের জীবনের সঙ্গে সুখ-দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত।
সত্য-মিথ্যা - খবরটার সত্য-মিথ্যা যাচাই করা আমার সাধ্য নয়।
রাতদিন - এ পাড়ায় রাতদিন হইচই লেজেই আছে।
হাসি-কান্না - আমাদের হাসি-কান্নায় ভরা সংসারে অভিমান করা সাজে না।
৭.১০ কবিতাটিতে কোন্ কোন্ পতঙ্গের উল্লেখ রয়েছে?
উত্তরঃ কবিতাটিতে দুটি পতঙ্গের উল্লেখ রয়েছে। সেগুলি হল - ফড়িং ও আরশলা।
৭.১১ কবিতায় উন্থাপিত কোন্ কোন্ প্রশ্নের উত্তর তুমি জানো?
উত্তরঃ কবিতায় উল্লিখিত বেশ কতকগুলি প্রশ্নের উত্তর আমাদের জানা। যেমন, পতঙ্গশ্রেণির প্রাণীদের তিন জোড়া পা থাকে, তাই ফড়িং-এর তিন জোড়া পা আছে। আরশোলা সর্বভুক প্রাণী। গোরুকে কাতুকুতু দিলে তার শরীরে স্নায়ুর উপস্থিতির কারণে মানুষের মতো সুড়সুড়ি অনুভূত হয়। তাই তারা ছটফট করে। জোয়ানের আরক, তেজপাতা ও লংকা ভেষজ গুণের কারণে ঝাঁঝালো হয়। এ ছাড়া নাক ডাকার কারণ হল - ঘুমোনোর সময় অক্সিজেনের অভাব হওয়া। দুন্দুভি হল - এক ধরনের রণবাদ্য - এগুলোও আমরা জানি।
৭.১২ কোন্ প্রশ্নগুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে?
উত্তরঃ কবিতাটির বেশ কতকগুলি প্রশ্ন আমার কাছে উদ্ভট ও কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে। যেমন - আরশোলার খাওয়া-দাওয়া, গোরুকে কাতুকুতু দেওয়া, ঝোলাগুড়ের প্রয়োগ কিংবা, জোয়ানের আরকের ঝাঁঝ, লংকার ঝাল স্বাদ হওয়ার কারণ সম্বন্ধে অনাবশ্যক কৌতূহল আমার অদ্ভুত বলে মনে হয়েছে।
8 নীচের শব্দগুলির গদ্যরূপ লেখো
উত্তরমুছুনতায়, মোর,তেজপাতে
যে এই প্রশ্ন উওর গুলো লিখেছেন ভালো হয়েছে কিন্তু আমরা যদি এই প্রশ্নের উত্তর লিখি তাহলে আমার পুরো নম্বর পাবো না কারন হলো প্রথমে কবি ও কবিতা নাম লেখা উচিত তার পরে উওর লিখলে তাহলে আমরা পুরো নম্বর পাবো
উত্তরমুছুন