কুতুব মিনারের কথা | সৈয়দ মুজতবা আলি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali
Type Here to Get Search Results !

কুতুব মিনারের কথা | সৈয়দ মুজতবা আলি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

কুতুব মিনারের কথা

সৈয়দ মুজতবা আলি

সপ্তম শ্রেণীর বাংলা

WB Class 7 Bengali


কুতুব মিনারের কথা | সৈয়দ মুজতবা আলি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

কুতুব মিনারের কথা | সৈয়দ মুজতবা আলি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

কুতুব মিনারের কথা | সৈয়দ মুজতবা আলি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

কুতুব মিনারের কথা | সৈয়দ মুজতবা আলি | সপ্তম শ্রেণীর বাংলা | WB Class 7 Bengali

হাতে কলমে


১। অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ কোন সম্রাট আশোক স্তম্ভ কে দিল্লী নিয়ে এসেছিলেন?

উঃ সম্রাট ফিরোজ তুঘলক অশোক স্তম্ভ কে দিল্লিতে নিয়ে এসেছিল।


১.২ কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?

উঃ কুতুব উদ্দিন আয়বকের নাম অনুসারে রাখা হয়েছে।

     কারণ সর্বপ্রথম কুতুব উদ্দিন আয়বাক মিনারের কাজ শুরু করে।


১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন?

উঃ পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খিলজি মিনার তৈরি করার চেষ্টা করে।


১.৪ মিনারেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়?

উঃ মসজিৎ ইমারত সমাধি ইত্যাদির হিসেবে যে ছোট স্তম্ভ নির্মিত হয়। যাতে মিনার থাকতেও পারে আবার নাও থাকতে পারে তাকে মিনারেট বা মিনারিকা বলে।


১.৫ আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী?

উঃ রাজা আহোমেদের নাম অনুসারে হয়েছে।

      এই শহরটি গুজরাট রাজ্যের রাজধানী।


৩। কয়েকটি বাক্যে উত্তর দাওঃ

৩.১ 'কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার' - এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো।

উঃ মিনারটি মুসলমানদের পরিকল্পনা- প্রসুত হলেও এর খোদায় কাজ করেছেন হিন্দু কারু- শিল্পীরা।

   মিনারের পাঁচটি তলা।

   প্রথম তলায় বাঁশি ও কোণের উপর সাজানো নকশা।

   দ্বিতীয় তলায় শুধু বাসি আর তৃতীয় তলায় শুধু কোন। এছাড়া বাঁশি ও কোনের উপর দিয়ে  সমস্ত মিনারটিতে কোমর বন্ধের মতো সারি সারি লতাপাতা ফুলের মালা আর চক্রের নকশা দিয়ে ঘেরা আছে।


৩.২ মিনারটির গঠনে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো।

উঃ মিনারটির খোদাই এর কাজ করেছে হিন্দু কারু শিল্পীরা। মিনারের বাঁশি ও কোণের নকশার ওপর আঁকা লতাপাতা ফুলের মালা ও চক্রের নকশা হিন্দুদের  করা। কিন্তু তার মধ্যে এক শাড়ি অন্তর লেখা আরবি হরফ মুসলিম সংস্কৃতি আছে।


৩.৩ কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন?

উঃ লেখক বলেছেন ইংরেজরা পর্যন্ত কুতুব মিনারের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। ইরান তোরানেও এর মত স্থাপত্য আর নেই।

     তাছাড়া লেখক এই দেশের তাজমহল সেক্রেটারিয়েট ভবন রাজভবন ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম উল্লেখ করেছে।


৩.৪ আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন?

উঃ কুতুব মিনারের সংজ্ঞে পাল্লা দিয়ে আরো মুহূর্ত স্থাপত্য করার কাজ শুরু করে।

     তার ইচ্ছা ছিল সেই মিনারটি হবে কুতুব মিনারের চেয়েও দ্বিগুণ উচ্চতার। কিন্তু স্থাপত্য তৈরির আগেই খিলজি মারা যান। এ কারণেই তার চেষ্টা সফল হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close