Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ NSA অজিত ডোভাল ___________ এ লাভাদে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন?
(ক) কেরালা
(খ) মহারাষ্ট্র
(গ) তামিল নাড়ু
(ঘ) গুজরাত
উত্তরঃ (ঘ) গুজরাত
প্রশ্নঃ রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল নিযুক্ত হয়েছেন, তিনি কোন দেশের নাগরিক?
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) সৌদি আরব
(ঘ) পাকিস্থান
উত্তরঃ (খ) বাংলাদেশ
প্রশ্নঃ ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক জুলাই মাসে _________ এর চেয়ে বেশি সুদের হার প্রথমবার বাড়াবে?
(ক) ১০ বছর
(খ) ১১ বছর
(গ) ১২ বছর
(ঘ) ১৩ বছর
উত্তরঃ (খ) ১১ বছর
প্রশ্নঃ সম্প্রতি _________ বিধানসভা অধিবেশন শুরু হয়?
(ক) উড়িষ্যা
(খ) রাজস্থান
(গ) গুজরাট
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (ঘ) পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ রাশিয়া ও কোন দেশ প্রথম হাইওয়ে ব্রিজ উন্মোচন করে?
(ক) চিন
(খ) মঙ্গোলিয়া
(গ) জর্জিয়া
(ঘ) কাজাকাস্থান
উত্তরঃ (ক) চিন
প্রশ্নঃ কোন দেশ রাশিয়া সীমান্তে বেড়া নির্মাণ করেছে?
(ক) নরওয়ে
(খ) লাতভিয়া
(গ) ফিনল্যান্ড
(ঘ) আজেরবাইজান
উত্তরঃ (গ) ফিনল্যান্ড
প্রশ্নঃ নিচের কোনটি কুল্লু জেলার রোহটাং-এ অটল টানেল পরিদর্শন করবেন?
(ক) নরেন্দ্র মোদি
(খ) রামনাথ কোভিন্দ
(গ) নিতিন গড়করি
(ঘ) অমিত শাহ
উত্তরঃ (খ) রামনাথ কোভিন্দ
প্রশ্নঃ বিজেপি সভাপতি জেপি নাড্ডা 'বিজেপিকে জানুন' উদ্যোগের অধীনে _________ থেকে মিশন প্রধানদের সাথে মতবিনিময় করবেন?
(ক) ১৬টি দেশ
(খ) ১১টি দেশ
(গ) ১৩টি দেশ
(ঘ) ১৮টি দেশ
উত্তরঃ (গ) ১৩টি দেশ
প্রশ্নঃ ভারতের মধ্যে ক্রস-বর্ডার বাস সার্ভিস __________ 2 বছর পর আবার চালু হচ্ছে?
(ক) নেপাল
(খ) চিন
(গ) ভুটান
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ঘ) বাংলাদেশ
প্রশ্নঃ জল সরবরাহের বায়ুর গুণমান উন্নত করতে কোন রাজ্য সরকার ডেনমার্কের সাথে সহযোগিতা করবে?
(ক) মহারাষ্ট্র
(খ) গুজরাট
(গ) সিক্কিম
(ঘ) দিল্লী
উত্তরঃ (ঘ) দিল্লী




একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ