Madhyamik Physical Science Question Paper 2018 WBBSE
Type Here to Get Search Results !

Madhyamik Physical Science Question Paper 2018 WBBSE

Madhyamik Physical Science

Question Paper

2018

WBBSE

Madhyamik Physical Science Question Paper 2018 WBBSE


GROUP—A


1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :


প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।


1.1 গ্রীন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?

(a) N2O       

(b) CH4      

(c) CO2       

(d) H2O বাষ্প


1.2 বয়েল সূত্র অনুযায়ী PV -P লেখচিত্র কোনটি ?

(a) PV।/_

(b) PV ।-_

(c) PV ।।_

(d) PV ।_\


1.3  কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে ?

(a) CO2       

(b) C2H4        

(c) C2H6        

(d) C2H2


1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল—

(a) m      

(b) m-1       

(c) °C-1        

(d) °C


1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে । বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি  ?

(a) সদ ও অবশীর্ষ        

(b) অসদ ও অবশীর্ষ        

(c) সদ ও সমশীর্ষ       

(d) অসদ ও সমশীর্ষ

 

1.6 কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে ?

(a) 0°       

(b) 180°       

(c) 30°      

(d) 90°


1.7 নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক  ?

(a) ভোল্ট       

(b) অ্যাম্পিয়ার      

(c) কুলম্ব        

(d) ওহম


1.8 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?

(a) আর্থ লাইন        

(b) লাইভ লাইন        

(c) নিউট্রাল লাইন       

(d) লাইভ ও নিউট্রাল উভয় লাইন


1.9 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত ß -রাশি হল—

(a) ইলেকট্রনের স্রোত       

(b) প্রোটনের স্রোত       

(c) নিউটনের স্রোত      

(d) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ


1.10 দীর্ঘ পর্যায়-সারণিতে শ্রেণিসংখ্যা কত  ?

(a) 7      

(b) 8      

(c) 9     

(d) 18


1.11 নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না  ?

(a) NaCl        

(b) LiH        

(c) KCl       

(d) CaO


1.12  নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে  ?

(a) গলিত NaCl       

(b) তরল HCl       

(c) কঠিন NaCl       

(d) গ্লুকোজের জলীয় দ্রবণ


1.13 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে  ?

(a) হলুদ      

(b) সবুজ      

(c) গাঢ় নীল       

(d) বাদামি


1.14 নীচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান  ?

(a) কাঁসা        

(b) পিতল        

(c) ব্রোঞ্জ        

(d) ডুরালুমিন


1.15 নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন  ?

(a) C3H6       

(b) C2H4        

(c) C2H2       

(d) C2H6


GROUP - B


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)     1x21=21


2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো । 


অথবা, 

ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO -এর ভূমিকা কী ?


2.2 কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের এর মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ?


2.3 স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?


2.4 PV=WMRT সমীকরণটিতে M -এর একক কি ?   (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)


2.5 নীচের বিবৃতি সত্য না মিথ্যা ?


কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে । 


অথবা, 

লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির  ?


2.6 আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ?


2.7 মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?


2.8 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয় ?


2.9 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?


2.10 α, ß ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও । 


অথবা, 

কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?


2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো  ।    1x4=4


                   বামস্তম্ভ ডানস্তম্ভ

2.11.1 একটি ক্ষার ধাতু (i) F

2.11.2 যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে (ii) Fe

2.11.3 হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় (iii) K

2.11.4 সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল (iv) Cl


2.12 CaO -তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?


2.13 তামার চামচের ওপর রুপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয় ? 


অথবা, 

একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য ।


2.14 তড়িদবিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়  ?


2.15 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো । 


অথবা,  

অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।


2.16 নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়  ?


2.17 CH3CH2CHO -এর IUPAC নাম লেখো । 


অথবা, 

CH3CH2CHO -এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো ।


2.18 পলি (টেট্রাফ্লুয়োরোইথিলিন)- এর একটি ব্যবহার উল্লেখ করো ।


GROUP-C


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 2x9=18


3.1 মিথেন হাইড্রেট কী ?


3.2 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুন ও আয়তন অর্ধেক করা হল । গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ? 


অথবা, 

স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল । গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত ? 


3.3 কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় ? 


অথবা, 

দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন ?


3.4 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো ।


3.5 লুইস -এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো । 


অথবা, 

সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন ?


3.6 একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও ।


3.7 জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ-সহ লেখো ।


3.8 MSO4 (M= ধাতু) -এর জলীয় দ্রবণকে তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো । বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো । অথবা কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো । 


3.9 ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী ?  বিক্রিয়াটির প্রথম ধাপের সমেত রাসায়নিক সমীকরণটি লেখো । অথবা, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ-সহ লেখো ।

Madhyamik Suggestion 2023 Download PDF

GROUP-D


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 3x12=36


4.1 বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো 


4.2 আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয় ।  বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেয়া হল :


4FeS2 + 11O2 → 2Fe2O3 + 8SO2  ।


512 g SO2  উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন ? [Fe = 56, S = 32, O = 16]  


অথবা, 

কোনো ধাতব কার্বনেটের 200 g-কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22 । বিক্রিয়াটিতে কত মৌল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়  ?


4.3 তাপ পরিবাহিতা কাকে বলে ? এর SI একক কী ? (2+1) 


অথবা, 

ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও । এর SI একক লেখো । (2+1) 


4.4 উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় ? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়  ?   (2+1)


4.5 কোনো মাধ্যমে আলোর বেগ  2 x 108 m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 


অথবা, 

বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 । বায়ুতে আলোর আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো । 


4.6 তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ।


4.7 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দু'ভাগে ভাগ করে সমন্তরাল সমবায়ে যুক্ত করা হল ।  তুল্যরোধ কত হবে নির্ণয় করো । 


অথবা, 

একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে । বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘণ্টা করে চলে । প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো (ধরে নাও 1 মাস = 30 দিন )


4.8 α ও γ রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো । তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো  । (2+1)


4.9 কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়  ? Li, Rb, K ও Na -কে আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও । (2+1) 


অথবা, 

হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলি দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো । (2+1)


4.10 তড়িদবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িদবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে ? এই তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় ? (1+2)


4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো । 


4.12 একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 । যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে  CO2 নির্গত হয় । জৈব যৌগটিকে সনাক্ত করো ।  জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ-সহ লেখো । (1+2)  


অথবা, 

জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close