LightBlog
Madhyamik Life Science Question Paper 2017 WBBSE
Type Here to Get Search Results !

Madhyamik Life Science Question Paper 2017 WBBSE

Madhyamik Life Science

Question Paper

2017

WBBSE

Madhyamik Life Science Question Paper 2017 WBBSE


বিভাগ—ক 

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ :  ১x১৫ =১৫


১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায় । এটি হল—

(ক) ফটোন্যাস্টি      

(খ) সিসমোন্যাস্টি      

(গ) কেমোন্যাস্টি      

(ঘ) থার্মোন্যাস্টি


১.২ ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?

(ক) অ্যাড্রেনালিন        

(খ) ইনসুলিন       

(গ) থাইরক্সিন        

(ঘ) টেস্টোস্টেরন


১.৩ 'দৈহিক উষ্ণতা' নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল—

(ক) থ্যালামাস     

(খ) লঘুমস্তিষ্ক       

(গ) হাইপোথ্যালামাস     

(ঘ) সুষুম্নাশীর্ষক 


১.৪ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে । দশাটি হল—

(ক) প্রফেজ       

(খ) টেলোফেজ        

(গ) অ্যানাফেজ       

(ঘ) মেটাফেজ


১.৫ নীচের কোন জোড়াটি সঠিক ?

(ক) কোর্কোদগম—ইস্ট      

(খ) খন্ডীভবন—কেঁচো       

(গ) রেনু উৎপাদন—অ্যামিবা      

(ঘ) পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস


১.6  জনন-অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের—

(ক) শৈশব দশায়       

(খ) বয়ঃসন্ধি দশায়      

(গ) বার্ধক্য দশায়       

(ঘ) সদ্যোজাত দশায়


১.৭ মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল—

(ক) কুঞ্চিত বীজ      

(খ) হলুদ রঙের বীজ       

(গ) বেগুনি রঙের ফুল       

(ঘ) কাক্ষিত পুষ্প


১.৮ YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামট উৎপন্ন হয় ?

(ক) 1 ধরনের        

(খ) 4 ধরনের      

(গ) 2 ধরনের       

(ঘ) 3 ধরনের


১.৯ হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল—

(ক) 75%      

(খ) 50%     

(গ) 100%       

(ঘ) 0% 


১.১০ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে-গ্যাসটি অনুপস্থিত ছিল,  সেটি হল—

(ক) হাইড্রোজেন       

(খ) অক্সিজেন       

(গ) মিথেন       

(ঘ) অ্যামোনিয়া


১.১১ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল

(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন

(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই

(গ) অপসারী বিবর্তনকে নির্দেশ করে

(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক


১.১২ নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় ?

(ক) রেড গ্রন্থি        

(খ) অগ্র প্রকোষ্ঠ       

(গ) গ্যাস্ট্রিক গ্রন্থি       

(ঘ) রেটি মিরাবিলি


১.১৩ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত?

(ক) নাইট্রোজেন আবদ্ধকরণ      

(খ) নাইট্রিফিকেশন       

(গ) ডিনাইট্রিফিকেশন       

(ঘ) অ্যামোনিফিকেশন


১.১৪ পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল—

(ক) লায়ন টেল্ড ম্যাকাক     

(খ) ওরাংওটাং      

(গ) রেড পান্ডা      

(ঘ) নীলগিরি থর


১.১৫ বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল—

(ক) ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস

(খ) হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা

(গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার

(ঘ) ফুসফুসের ক্যান্সার, পোলিয়ো, ম্যালেরিয়া


বিভাগ—খ


২. নির্দেশ অনুসারে নিচের ২৬টি প্রশ্ন থেকে যেকোনো ২১টি প্রশ্নের উত্তর লেখো :     ১x২১=২১


নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি)      ১x৫=৫


২.১  মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে __________ বলে ।


২.২  অ্যাডেনিন একটি __________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।


২.৩  __________ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ ।


২.৪  ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল  __________ ।


২.৫  ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউজ গ্যাস হল __________  ।


২.৬  __________ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ ।


নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি)     ১x৫=৫ 


২.৭   জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে ।


২.৮  ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস -এর ফলে উৎপন্ন হয় ।


২.৯  মটরগাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব-পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় ।


২.১০  প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য ।


২.১১  ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী ।


২.১২  ফ্ল্যাজেলা হল প্যারামিশিয়ামের গমন অঙ্গ ।


A -স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো ( যেকোনো পাঁচটি):     ১x৫=৫


                  A -স্তম্ভ B-স্তম্ভ

২.১৩ অন্ধবিন্দু             (a) ভূগর্ভস্থ জলদূষণ

২.১৪ সাইটোকাইনেসিস (b) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল

২.১৫ 44A + XY               (c) সমসংস্থ অঙ্গ 

২.১৬ বাদুড় ও পাখির ডানা (d) কোশপাত গঠন

২.১৭ আর্সেনিক                (e) পরাগরেণু

২.১৮ গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ (f) শব্দদূষণ

                  (g) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছ-টি):     ১x৬=৬


২.১৯  বিসদৃশ বেছে লেখো : TSH, ACTH, GTH, CSF ।


২.২০  মায়েলিন আবরণী -র একটি কাজ লেখো ।


২.২১  নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:


প্রফেজ : নিউক্লিয়পর্দা ও নিউক্লিয়োলাসের অবলুপ্তি :: __________ : নিউক্লিয়পর্দা ও নিউক্লিয়োলাসের পুনরাবির্ভাব ।


২.২২  মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও ।


২.২৩  থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে ?


২.২৪  বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো ।


২.২৫  নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:

ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ ।


২.২৬  সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো ।


বিভাগ —গ


৩. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দু- তিনটি বাক্যে লেখো :    ২x১২=২৪


৩.১  ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে দুটি পার্থক্য লেখো ।


৩.২  মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH -এর দুটি ভূমিকা লেখো ।


৩.৩  নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত এবং কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তালিকাভুক্ত করো: 

(a) সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা    

(b) সাইকেল চালানো  

(c) হাঁচি  

(d) ক্ষিপ্রতার সঙ্গে উইকেটকিপারের বল  ধরা ।


৩.৪  কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো ।


৩.৫ কোশচক্রের দুটি গুরুত্ব লেখো ।


৩.৬  নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA ও RNA -এর মধ্যে পার্থক্য নিরূপণ করো :

(a) পিরিমিডিন ক্ষারক

(b)5-C শর্করা


৩.৭  কোন কোন বাহক নীচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে :

(a) ধান;  

(b) পাতাঝাঁঝি;  

(c) শিমুল;   

(d)আম 


৩.৮  সংকরায়ন পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো ।


৩.৯  অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 -জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে ?


৩.১০ বর্ণান্ধতার কীভাবে বংশগতি সঞ্চরণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও।


৩.১১  জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে -র পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়াগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো ।


৩.১২  ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে ।


৩.১৩  সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে ?


৩.১৪  জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো ।


৩.১৫  অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো ।


৩.১৬  পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও ।


৩.১৭  পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার (PBR) -এ জীববৈচিত্র্য সংক্রান্ত যে-প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো ।

Madhyamik Suggestion 2023 Download PDF

বিভাগ—ঘ


৪. নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো :   ৫x৬=৩০


৪.১  মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ -এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ।

(a) কর্নিয়া      

(b) লেন্স      

(c) ভিট্রিয়াস হিউমর      

(d) রেটিনা


অথবা,  একটি উদ্ভিদকোশ বা একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো  ।

(a) ক্রোমোজোম      

(b) বেমতন্তু      

(c) মেরুঅঞ্চল      

(d) সেন্ট্রোমিয়ার 


৪.২  ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো । ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো :

(a) কুণ্ডলী;    

(b) সক্রিয়তা 


অথবা,  মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয় ? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো :

(a) জননকোশ বা গ্যামেট উৎপাদন;  

(b) নিষেক ;     

(c) ভ্রুণসৃষ্টি  ও নতুন উদ্ভিদ গঠন 


৪.৩  একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে-যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও । মেন্ডেলের পৃথককরণ সূত্রটি বিবৃত করো  । (৩+২)


অথবা, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো । অনেক পরিবারে কন্যাসন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় । এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও । (২+৩)


৪.৪  যে-দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে 'তিমির ফ্লিপার' আর 'পাখির ডানা' -কে সমঃসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো । একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় ? (২+৩)


অথবা, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।   (৫)


৪.৫  অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কী কী  ?  জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট -এর ভূমিকা কী কী  ? (২+৩) 


অথবা, জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো ।  (৫)


৪.৬  ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো । মিষ্টি জলের উৎসগুলি কী কী ভাবে দূষিত হয় ? —তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও । (২+৩)


অথবা, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে ? এক্স সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও । (৩+২)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close