Madhyamik Geography Question Paper 2017 WBBSE
Type Here to Get Search Results !

Madhyamik Geography Question Paper 2017 WBBSE

Madhyamik Geography

Question Paper

2017

WBBSE

Madhyamik Geography Question Paper 2017 WBBSE


বিভাগ—ক


১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:     ১x১৪=১৪


১.১ যে-প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে—

(ক) বহির্জাত প্রক্রিয়া      

(খ) অন্তর্জাত প্রক্রিয়া       

(গ) গিরিজনি আলোড়ন        

(ঘ) মহিভাবক আলোড়ন


১.২ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল—

(ক) অবঘর্ষ ক্ষয়        

(খ) ঘর্ষণ ক্ষয়       

(গ) জলপ্রবাহ ক্ষয়       

(ঘ) দ্রবণ ক্ষয়


১.৩ হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—

(ক) হাইড্রোজেন স্তর       

(খ) হিলিয়াম স্তর        

(গ) পারমাণবিক অক্সিজেন স্তর       

(ঘ) আণবিক নাইট্রোজেন স্তর


১.৪ যে-যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয়—

(ক) থার্মোমিটার        

(খ) ব্যারোমিটার        

(গ) হাইগ্রোমিটার        

(ঘ) অ্যানিমোমিটার


১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়—

(ক) আটলান্টিক মহাসাগরে      

(খ) প্রশান্ত মহাসাগরে       

(গ) ভারত মহাসাগরে       

(ঘ) সুমেরু মহাসাগরে


১.৬ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে-জোয়ার সৃষ্টি হয় তাকে বলে—

(ক) ভরা কোটাল        

(খ) মরা কোটাল        

(গ) পেরিজি জোয়ার       

(ঘ) অ্যাপোজি জোয়ার


১.৭ বর্জ্যব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল—

(ক) বর্জ্যের পুনর্ব্যবহার       

(খ) বর্জ্যের পুনর্নবীকরণ       

(গ) বর্জ্যের পরিমাণগত হ্রাস      

(ঘ) সবগুলিই প্রযোজ্য


১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল—

(ক) উত্তরাখণ্ড       

(খ) তেলেঙ্গানা       

(গ) ছত্তিশগড়        

(ঘ) গোয়া


১.৯ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল—

(ক) কালবৈশাখী      

(খ) আঁধি      

(গ) পশ্চিমী ঝঞ্ঝা      

(ঘ) লু


১.১০ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—

(ক) জলসেচ      

(খ) জুমচাষ      

(গ) ফালিচাষ      

(ঘ) পশুচারণ


১.১১ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল—

(ক) মহারাষ্ট্র       

(খ) উত্তরপ্রদেশ       

(গ) বিহার      

(ঘ) পশ্চিমবঙ্গ


১.১২ ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয়—

(ক) চেন্নাইকে      

(খ) বেঙ্গালুরুকে      

(গ) কলকাতাকে       

(ঘ) দিল্লিকে


১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল—

(ক) 1 নং জাতীয় সড়ক      

(খ) 2 নং জাতীয় সড়ক      

(গ) 6 নং জাতীয় সড়ক     

(ঘ) 7 নং জাতীয় সড়ক


১.১৪ 15' x 15' অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল—

(ক) 1 : 2,50,000       

(খ) 1 : 1,00,000       

(গ) 1 : 50,000      

(ঘ) 1 : 25,000


বিভাগ—খ 


২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো ( যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) :      ১x৬=৬ 

২.১.১ বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয় ।

২.১.২ ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ।

২.১.৩ ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ।

২.১.৪ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে ।

২.১.৫ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয় ।

২.১.৬ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ ।

২.১.৭ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় ।


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে-কোনো ছ-টির উত্তর দাও) : ১x৬=৬

২.২.১ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _____________ বলে ।

২.২.২ হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে __________ বলে ।

২.২.৩ কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি __________ গোলার্ধে অবস্থিত ।

২.২.৪ পৃথিবীর ___________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় ।

২.২.৫ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ___________ গ্যাস নির্গত হয় ।

২.২.৬ দেবপ্রয়াগে ভাগীরথী ও __________ নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে ।

২.২.৭ __________ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ।


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও ( যে-কোনো ছ-টি ) :     ১x৬=৬ 

২.৩.১ যে-উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো ।

২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত ?

২.৩.৩ ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় ?

২.৩.৪ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ?

২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?

২.৩.৬ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?

২.৩.৭ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ?

২.৩.৮ কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ?

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :    ১x৪=৪


    বাম দিক ডান দিক

২.৪.১ ইসরো (১) কেরল

২.৪.২ ভেম্বানাদ (২) ভারতের শুল্কমুক্ত বন্দর

২.৪.৩ আঁধি (৩) ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা

২.৪.৪ কান্ডালা (৪) রাজস্থান


বিভাগ—গ


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ): ২x৬=১২

৩.১ পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? 

অথবা, 

বার্গস্রুন্ড কী?

৩.২ জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 

অথবা, 

বান ডাকা কী?

৩.৩ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো?

  অথবা, 

বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?

৩.৪ মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। 

অথবা, 

সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।

৩.৫ জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? 

অথবা, 

তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।

৩.৬ জিয়োস্টেশনারি উপগ্রহ কী? 

অথবা, 

দূর সংবেদন কী?


বিভাগ—ঘ


৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়):     ৩x৪=১২

৪.১ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 

অথবা, 

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো।

৪.২ জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো। 

অথবা, 

বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী?

৪.৩ পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো। 

অথবা, 

ভারতের নগর ও নগরায়ণের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো।

৪.৪ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার ও আলোচনা করো। 

অথবা, 

ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।


বিভাগ—ঙ


৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্ককন আবশ্যিক নয়) :     ৫x২=১০

৫.১.১ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো ।

৫.১.২ বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো ।

৫.১.৩ পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো ।

৫.১.৪ বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো ।


৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :       ৫x২=১০

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো ।

৫.২.২ ভারতে ইক্ষুচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।

৫.২.৩ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো ।

৫.২.৪ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো ।

Madhyamik Suggestion 2023 Download PDF

বিভাগ—চ


৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও :    ১x১০=২০

৬.১ নীলগিরি পর্বত

৬.২ তাপ্তি নদী

৬.৩ বছরে দু-বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল

৬.৪ পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল

৬.৫ পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল

৬.৬ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র

৬.৭ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল

৬.৮ ভারতের হাইটেক বন্দর

৬.৯ পূর্বভারতের একটি মহানগর

৬.১০ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমান বন্দর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close