Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ নিচের কে ভারতের বৃহত্তম ড্রোন উৎসব-ভারত ড্রোন মহোৎসব 2022 উদ্বোধন করবে?
(ক) রাজনাথ সিং
(খ) জিতেন্দ্র সিং
(গ) ভেঙ্কৈয়া নাইডু
(ঘ) নরেন্দ্র মোদি
উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ প্রধানমন্ত্রী বেশ কিছু সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেন এবং নীচের কোথায় নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?
(ক) কলকাতায়
(খ) মুম্বাইতে
(গ) চেন্নাইতে
(ঘ) দিল্লিতে
উত্তরঃ (গ) চেন্নাইতে
প্রশ্নঃ ভারত এবং কোন দেশ জলবায়ু কর্মের বিষয়ে এমওইউ স্বাক্ষর করে?
(ক) ইরান
(খ) কানাডা
(গ) সোমালিয়া
(ঘ) সংযুক্ত আরব আমিরেত
উত্তরঃ (ঘ) সংযুক্ত আরব আমিরেত
প্রশ্নঃ সরকার কত তারিখ থেকে কাগজ আমদানি বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় নিয়ে আসে?
(ক) ১লা অক্টোবর
(খ) ১লা ডিসেম্বর
(গ) ১লা আগস্ট
(ঘ) ১লা জুন
উত্তরঃ (ক) ১লা অক্টোবর
প্রশ্নঃ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কোন দেশ একটি অভূতপূর্ব ভিডিও কনফারেন্স করে?
(ক) রাশিয়া
(খ) জাপান
(গ) আমেরিকা
(ঘ) চিন
উত্তরঃ (ঘ) চিন
প্রশ্নঃ বাংলাদেশ তার প্রথম ডিজিটাল আদমশুমারি __________ এর মধ্যে পরিচালনা করবে?
(ক) জুন ১৪ থেকে ২০
(খ) জুন ১৫ থেকে ২১
(গ) জুন ১৬ থেকে ২২
(ঘ) জুন ১৭ থেকে ২৩
উত্তরঃ (খ) জুন ১৫ থেকে ২১
প্রশ্নঃ ভি প্রেস এম ভেঙ্কাইয়া নাইডু __________ থেকে গ্যাবন, সেনেগাল এবং কাতার সফর করবেন?
(ক) মে ২৮ থেকে জুন ৫
(খ) মে ২৯ থেকে জুন ৬
(গ) মে ৩০ থেকে জুন ৭
(ঘ) মে ৩১ থেকে জুন ৮
উত্তরঃ (গ) মে ৩০ থেকে জুন ৭
প্রশ্নঃ রাষ্ট্রপতি কোবিন্দ 3 দিনের সফরে কোন রাজ্যে পৌঁছাবেন?
(ক) উত্তর প্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) তামিল নাড়ু
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (খ) মধ্যপ্রদেশ
প্রশ্নঃ মুডি'স ভারতের জন্য 2022 বৃদ্ধির পূর্বাভাস _________-এ ছাঁটাই করেছে?
(ক) ৫.৭%
(খ) ৮.৮%
(গ) ৪.৯%
(ঘ) ৯.৩%
উত্তরঃ (খ) ৮.৮%
প্রশ্নঃ কোন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা অবৈধ করে?
(ক) পাকিস্থান
(খ) ইরাক
(গ) সিরিয়া
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (খ) ইরাক
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ