Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কে সেনাবাহিনীতে প্রথম মহিলা কমব্যাট পাইলট হন?
(ক) রানি বিক্রম
(খ) সুহানি খাঁ
(গ) বিনীতা অরোড়া
(ঘ) অভিলাশা বারাক
উত্তরঃ (ঘ) অভিলাশা বারাক
প্রশ্নঃ কোন দেশ ভারত থেকে 10 লাখ টন গম আমদানি করবে?
(ক) রাশিয়া
(খ) আমেরিকা
(গ) শ্রীলঙ্কা
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ঘ) বাংলাদেশ
প্রশ্নঃ সম্প্রতি নিচের কোন ব্যক্তি কংগ্রেস ছেড়েছেন?
(ক) কাপিল সিব্বাল
(খ) অজয় মাকেন
(গ) মুকুল বাসনিকী
(ঘ) আনন্দ শর্মা
উত্তরঃ (ক) কাপিল সিব্বাল
প্রশ্নঃ নীচের কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন?
(ক) অভিনব সিংহ
(খ) নরিন্দার বাত্রা
(গ) ভিনব আরোরা
(ঘ) বিকাশ ত্রিপাঠী
উত্তরঃ (খ) নরিন্দার বাত্রা
প্রশ্নঃ ইলেকশন কমিশনার _________ লোকসভা আসন এবং বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে?
(ক) ৫ এবং ১
(খ) ৪ এবং ৮
(গ) ৩ এবং ৭
(ঘ) ১ এবং ৬
উত্তরঃ (গ) ৩ এবং ৭
প্রশ্নঃ বাইডেনের সতর্কতা সত্ত্বেও কোন দেশ তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া ঘোষণা করেছে?
(ক) রাশিয়া
(খ) জাপান
(গ) চিন
(ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (গ) চিন
প্রশ্নঃ কেস 55 এ পৌঁছালে কোন দেশের মাঙ্কিপক্স ভ্যাকসিন কিনতে হবে?
(ক) আমেরিকা
(খ) কানাডা
(গ) জার্মানি
(ঘ) স্পেন
উত্তরঃ (ঘ) স্পেন
প্রশ্নঃ US ছাড় শেষ করার পর কোন দেশ রুবেলে বিদেশী ঋণ পরিশোধ করবে?
(ক) চিন
(খ) রাশিয়া
(গ) তুর্কী
(ঘ) মঙ্গোলিয়া
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন?
(ক) জাপান
(খ) নিউ জিল্যান্ড
(গ) পাকিস্থান
(ঘ) কানাডা
উত্তরঃ (খ) নিউ জিল্যান্ড
প্রশ্নঃ আফগান বিমানবন্দর চালানোর জন্য তালেবান কোন্ দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?
(ক) ইরান
(খ) সংযুক্ত আরব আমিরেত
(গ) পাকিস্থান
(ঘ) ভারত
উত্তরঃ (খ) সংযুক্ত আরব আমিরেত
Tags:
CurrentAffairs