LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 25-05-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 25-05-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতি সমৃদ্ধির জন্য ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক চালু করেছেন?

(ক) চিন

(খ) জাপান

(গ) ভারত

(ঘ) আমেরিকা

উত্তরঃ (ঘ) আমেরিকা


প্রশ্নঃ সম্প্রতি দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

(ক) অনুজ সিং

(খ) রমেশ ঠাকুর

(গ) পবন তনেজা

(ঘ) বনয় কুমার সাক্সেনা

উত্তরঃ (ঘ) বনয় কুমার সাক্সেনা


প্রশ্নঃ ভারতের জলবায়ু কর্মকে সুপারচার্জ করার জন্য কোন সংস্থা জোট চালু করেছে?

(ক) WHO

(খ) WEF

(গ) UN

(ঘ) UNICEF

উত্তরঃ (খ) WEF


প্রশ্নঃ কোন দেশের প্রেসিডেন্ট বলেছেন চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে আমরা সামরিক হস্তক্ষেপ করব?

(ক) ভারত

(খ) আমেরিকা

(গ) ফ্রান্স

(ঘ) ইংল্যান্ড

উত্তরঃ (খ) আমেরিকা


প্রশ্নঃ জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের কততম অধিবেশনে ভাষণ দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া?

(ক) ৬৮তম

(খ) ৯৪তম

(গ) ৭৫তম

(ঘ) ৬২তম

উত্তরঃ (গ) ৭৫তম


প্রশ্নঃ ভারত এবং কোন দেশ টোকিওতে বিনিয়োগ প্রণোদনা চুক্তি স্বাক্ষর করেছে?

(ক) ফ্রান্স

(খ) অস্ট্রেলিয়া

(গ) জাপান

(ঘ) আমেরিকা

উত্তরঃ (ঘ) আমেরিকা


প্রশ্নঃ শ্রীলঙ্কা কত মিলিয়ন USD মানবিক সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানায়?

(ক) ১৮ মিলিয়ন

(খ) ১৬ মিলিয়ন

(গ) ১১ মিলিয়ন

(ঘ) ১৭ মিলিয়ন

উত্তরঃ (খ) ১৬ মিলিয়ন


প্রশ্নঃ মাঙ্কিপক্স রোগীদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল প্রথম কোন্‌ দেশ?

(ক) বেলজিয়াম

(খ) প্যারিস

(গ) লন্ডন

(ঘ) নিউ ইয়ার্ক

উত্তরঃ (ক) বেলজিয়াম


প্রশ্নঃ কোন দেশ WHO এর কোভিড মৃত্যুর রিপোর্ট নিয়ে হতাশা প্রকাশ করেছে?

(ক) চিন

(খ) ভারত

(গ) ইংল্যান্ড

(ঘ) রাশিয়া

উত্তরঃ (খ) ভারত


প্রশ্নঃ কোন দেশের প্রেসিডেন্ট ভ্যান ডের বেলেন দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন?

(ক) নাইজেরিয়া

(খ) আরজেন্টিনা

(গ) অস্ট্রিয়া

(ঘ) নরওয়ে

উত্তরঃ (গ) অস্ট্রিয়া

                                   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close