Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ভারতীয় এবং কোন দেশের নৌবাহিনী উত্তর বঙ্গোপসাগরে সমন্বিত টহল শুরু করেছে?
(ক) শ্রীলঙ্কা
(খ) চিন
(গ) ফ্রান্স
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ঘ) বাংলাদেশ
প্রশ্নঃ ম্যানচেস্টার সিটি 2021/2022 প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের মুকুট?
(ক) Liverpool
(খ) Manchester City
(গ) Leicester City
(ঘ) Chelsea
উত্তরঃ (খ) Manchester City
প্রশ্নঃ হরিয়ানা কোন্ রাজ্যকে ২-০ গোলে হারিয়ে সাব-জুনিয়র মহিলা হকি জাতীয়দের শিরোপা জিতেছে?
(ক) কেরালা
(খ) মহারাষ্ট্র
(গ) ঝাড়খণ্ড
(ঘ) বিহার
উত্তরঃ (গ) ঝাড়খণ্ড
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে আরও সংক্রামক Omicron BA.4 বৈকল্পিক সংক্রমণের প্রথম কেস রিপোর্ট করেছে?
(ক) রাশিয়া
(খ) ফ্রান্স
(গ) আমেরিকা
(ঘ) চিন
উত্তরঃ (ঘ) চিন
প্রশ্নঃ কোন দেশে হাজার হাজার বিরোধী রাজনীতিকের দোষী সাব্যস্ত হওয়ার প্রতিবাদ করে?
(ক) কানাডা
(খ) সুদান
(গ) তুর্কী
(ঘ) কাতার
উত্তরঃ (গ) তুর্কী
প্রশ্নঃ তেলেঙ্গানায় বিজেপি কত তারিখে করিমনগরে 'হিন্দু একতা যাত্রা' করবে?
(ক) মে ২৪
(খ) মে ২৫
(গ) মে ২৬
(ঘ) মে ২৭
উত্তরঃ (খ) মে ২৫
প্রশ্নঃ কোন দেশের সৈন্যরা ইউক্রেনের আজভস্টাল থেকে মাইন পরিষ্কার করতে শুরু করে?
(ক) ফ্রান্স
(খ) আমেরিকা
(গ) রাশিয়া
(ঘ) ভারত
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভা কোন দেশে শুরু হয়?
(ক) ফ্রান্স
(খ) চিন
(গ) সুইজারল্যান্ড
(ঘ) নরওয়ে
উত্তরঃ (গ) সুইজারল্যান্ড
প্রশ্নঃ সম্প্রতি কোন মন্ত্রী নাগপুর বিমানবন্দরে প্রতিরক্ষা স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছেন?
(ক) আমিত শাহ
(খ) পিয়ুশ গোয়েল
(গ) জিতেন্দ্র সিং
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (ঘ) রাজনাথ সিং
প্রশ্নঃ NHFS-5 রিপোর্ট অনুসারে কোন রাজ্য ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি অ্যালকোহল সেবন করে?
(ক) রাজস্থান
(খ) অরুনাচল প্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) লাদাখ
উত্তরঃ (খ) অরুনাচল প্রদেশ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ