Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ বিজয় শেখর শর্মা কোন্ সাল পর্যন্ত Paytm-এর MD এবং CEO হিসাবে পুনঃনিযুক্ত হয়েছেন?
(ক) ডিসেম্বর ২০২৭
(খ) মে ২০২৪
(গ) সেপ্টেম্বর ২০২৯
(ঘ) জানুয়ারী ২০২৬
উত্তরঃ (ক) ডিসেম্বর ২০২৭
প্রশ্নঃ সম্প্রতি TSLA কয়টি গ্রামীণ গ্রন্থাগারে বই উপস্থাপন করবে?
(ক) ১০
(খ) ১৫
(গ) ২০
(ঘ) ২৫
উত্তরঃ (গ) ২০
প্রশ্নঃ সরকার কিসের উপর আবগারি শুল্ক কমিয়েছে?
(ক) CNG
(খ) Petrol
(গ) Diesel
(ঘ) Petrol & Diesel
উত্তরঃ (ঘ) Petrol & Diesel
প্রশ্নঃ ইরানের প্রেসিডেন্ট রাইসি ___________ ওমানে যাবেন?
(ক) মে ২৪
(খ) মে ২৮
(গ) মে ২৬
(ঘ) মে ২৩
উত্তরঃ (ঘ) মে ২৩
প্রশ্নঃ উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মধ্যে দক্ষিণ কোরিয়ার সাথে কোন দেশ মহড়া করছে?
(ক) রাশিয়া
(খ) চিন
(গ) ফ্রান্স
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ কোয়াড সামিটের জন্য প্রধানমন্ত্রী মোদীর কোন দেশে 40 ঘন্টার মধ্যে 23টি ব্যস্ততা রয়েছে?
(ক) অস্ট্রেলিয়া
(খ) আমেরিকা
(গ) জাপান
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (গ) জাপান
প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন?
(ক) তুর্কী
(খ) অস্ট্রেলিয়া
(গ) ফ্রান্স
(ঘ) সুইডেন
উত্তরঃ (খ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ PM উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের প্রতি গ্যাস সিলিন্ডারে কত টাকা ভর্তুকি দেবে কেন্দ্র?
(ক) ২০০ টাকা
(খ) ৪০০ টাকা
(গ) ৬০০ টাকা
(ঘ) ৮০০ টাকা
উত্তরঃ (ক) ২০০ টাকা
প্রশ্নঃ বেইজিং-এ কোয়ারেন্টাইনে "জোরপূর্বক" কতর বেশি কোভিড-নেতিবাচক লোককে পাঠানো হয়েছে?
(ক) ১৮০০০
(খ) ১১০০০
(গ) ১০০০০
(ঘ) ১৩০০০
উত্তরঃ (ঘ) ১৩০০০
প্রশ্নঃ অ্যান্থনি আলবেনিজ কোন দেশের প্রধানমন্ত্রী হবেন?
(ক) ইউক্রেন
(খ) পাকিস্থান
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ওমান
উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ