Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 21-05-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ কত তারিখে টোকিওতে কোয়াড লিডারস সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি?

(ক) ২৪শে মে

(খ) ২৫শে মে

(গ) ২৬শে মে

(ঘ) ২৭শে মে

উত্তরঃ (ক) ২৪শে মে


প্রশ্নঃ অমৃতসর-জামনগর গ্রিনফিল্ড করিডোর _________ এর মধ্যে সম্পন্ন হবে?

(ক) আগস্ট ২০২৩

(খ) জুলাই ২০২৩

(গ) সেপ্টেম্বর ২০২৩

(ঘ) অক্টোবর ২০২৩

উত্তরঃ (গ) সেপ্টেম্বর ২০২৩


প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতি পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন?

(ক) জাপান

(খ) দক্ষিণ কোরিয়া

(গ) সোমালিয়া

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া


প্রশ্নঃ বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন পরিষেবা কত তারিখ থেকে আবার চালু হবে?

(ক) ২১শে মে

(খ) ২৯শে মে

(গ) ২৬শে মে

(ঘ) ২৪শে মে

উত্তরঃ (খ) ২৯শে মে


প্রশ্নঃ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 175টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্সের ফ্ল্যাগ অফ করলেন?

(ক) তামিলনাড়ু

(খ) মহারাষ্ট্র

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ


প্রশ্নঃ সিকিম অর্গানিক ফুড সামিট __________তে আয়োজিত হয়?

(ক) মানগন

(খ) নামচি

(গ) গাংটোক

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) গাংটোক


প্রশ্নঃ কোন দেশে 630-ফুট সিঙ্কহোল যার ভিতরে লুকানো বন পাওয়া গেছে?

(ক) জাপান

(খ) আমেরিকা

(গ) ফ্রান্স

(ঘ) চিন

উত্তরঃ (ঘ) চিন


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো ডিফল্টের মধ্যে পড়ে?

(ক) নেপাল

(খ) বাংলাদেশ

(গ) পাকিস্থান

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ চীনের হুয়াওয়ে টেকনোলজিস, ZTE পণ্যগুলিকে তার 5G মোবাইল নেটওয়ার্কগুলি থেকে নিষিদ্ধ করেছে?

(ক) কানাডা

(খ) ফ্রান্স

(গ) ভারত

(ঘ) আমেরিকা

উত্তরঃ (ক) কানাডা


প্রশ্নঃ প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস প্রধান সুনীল জাখর কোন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন?

(ক) AAP

(খ) BJP

(গ) Akali Dal

(ঘ) Samaiwadi Party

উত্তরঃ (খ) BJP

                                      

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন