LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 20-05-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 20-05-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today

প্রশ্নঃ কোন রাজ্যে প্রধানমন্ত্রী মোদী কার্যত 'যুব শিবির'-কে ভাষণ দেবেন?

(ক) কেরালা

(খ) দিল্লি

(গ) গুজরাট

(ঘ) সিক্কিম

উত্তরঃ (গ) গুজরাট


প্রশ্নঃ সম্প্রতি নিচের কোনটি তার কম্বোডিয়ান প্রতিপক্ষের সাথে ভার্চুয়াল বৈঠক করেছে?

(ক) রাজনাথ সিং

(খ) নির্মলা সিতারামন

(গ) আমিত শাহ

(ঘ) নরেন্দ্র মোদি

উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি


প্রশ্নঃ কেন্দ্র দিল্লির তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আনুষ্ঠানিকভাবে কত তারিখে একীভূত করার বিজ্ঞপ্তি দেয়?

(ক) ২০ই মে

(খ) ২১শে মে

(গ) ২২শে মে

(ঘ) ২৩শে মে

উত্তরঃ (গ) ২২শে মে


প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী সেন্ট ট্রোপেজে মহারাজা রঞ্জিত সিং এবং রাজকুমারী বান্নু পান দে-কে ফুল দিয়ে শ্রদ্ধা জানান?

(ক) আমিত শাহ

(খ) রাজনাথ সিং

(গ) পিয়ুশ গোয়েল

(ঘ) আনুরাগ ঠাকুর

উত্তরঃ (ঘ) আনুরাগ ঠাকুর


প্রশ্নঃ সম্প্রতি জ্যামাইকাতে তিন দিনের সফর শেষ করে নিচের কে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসে পৌঁছেছে?

(ক) আমিত শাহ

(খ) নরেন্দ্র মোদি

(গ) রামনাথ কোভিন্দ

(ঘ) নির্মলা সিতারামন

উত্তরঃ (গ) রামনাথ কোভিন্দ


প্রশ্নঃ সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন দেশে BRICS পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে?

(ক) রাশিয়া

(খ) চিন

(গ) দক্ষিণ আফ্রিকা

(ঘ) ভারত

উত্তরঃ (খ) চিন


প্রশ্নঃ চেন্নাই বন্দর থেকে কোন্‌ দেশের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী প্রথম জাহাজটি ছেড়ে গেছে?

(ক) শ্রীলঙ্কা

(খ) ইন্দোনেশিয়া

(গ) জাপান

(ঘ) আফগানিস্থান

উত্তরঃ (ক) শ্রীলঙ্কা


প্রশ্নঃ ইউরপিয়ান ইউনিয়ন প্রধান ইউক্রেনকে অতিরিক্ত কত ইউরোর সাহায্যের প্রস্তাব করেছেন?

(ক) ৩ বিলিয়ন ইউরো

(খ) ৯ বিলিয়ন ইউরো

(গ) ৫ বিলিয়ন ইউরো

(ঘ) ১ বিলিয়ন ইউরো

উত্তরঃ (খ) ৯ বিলিয়ন ইউরো


প্রশ্নঃ কোন রাজ্য সরকার সমস্ত খাবারের জন্য খাদ্য নিরাপত্তা লাইসেন্স বাধ্যতামূলক করবে?

(ক) তামিলনাড়ু

(খ) কেরালা

(গ) মহারাষ্ট্র

(ঘ) রাজস্থান

উত্তরঃ (খ) কেরালা


প্রশ্নঃ কত তারিখে হায়দ্রাবাদে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

(ক) ২০ই মে

(খ) ২৬শে মে

(গ) ২৪শে মে

(ঘ) ২৯শে মে

উত্তরঃ (খ) ২৬শে মে

                                              

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close