Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে পরাজিত হয়?
(ক) পাকিস্থান
(খ) রাশিয়া
(গ) ইউক্রেন
(ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা
প্রশ্নঃ সম্প্রতি সমাপ্ত ডেফলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্সের জন্য নিচের কোনটি ভারতীয় দলকে অভিনন্দন জানায়?
(ক) আমিত শাহ
(খ) নরেন্দ্র মোদি
(গ) আনুরাগ ঠাকুর
(ঘ) জিতেন্দ্র সিং
উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ ভারত নবীন শ্রীবাস্তবকে ___________ এর নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে?
(ক) ইউক্রেন
(খ) চিন
(গ) কানাডা
(ঘ) নেপাল
উত্তরঃ (ঘ) নেপাল
প্রশ্নঃ রাজধানী এক্সপ্রেস দেশের সেবায় ________ বছর পূর্ণ করেছে?
(ক) ৩০
(খ) ৮০
(গ) ৫০
(ঘ) ৬০
উত্তরঃ (গ) ৫০
প্রশ্নঃ কোন দেশ দশকের শেষ নাগাদ 6G টেলিকম নেটওয়ার্ক চালু করার লক্ষ্য নিয়েছে?
(ক) চিন
(খ) আমেরিকা
(গ) ভারত
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ কোন দেশে নিখোঁজের সংখ্যা দায়মুক্তির মধ্যে সর্বোচ্চ 100000-এ পৌঁছেছে?
(ক) কানাডা
(খ) আমেরিকা
(গ) মেক্সিকো
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (গ) মেক্সিকো
প্রশ্নঃ ইরান _________-এ ড্রোন কারখানা খুলেছে বলে জানা গেছে?
(ক) ফ্রান্স
(খ) সুদান
(গ) ইরাক
(ঘ) তাজিকাস্থান
উত্তরঃ (ঘ) তাজিকাস্থান
প্রশ্নঃ সরকার _________ রপ্তানি নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতার অনুমতি দেয়?
(ক) চাল
(খ) ডাল
(গ) গম
(ঘ) কার্পাস
উত্তরঃ (গ) গম
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় দলটির নেতৃত্ব দেবেন?
(ক) আমিত শাহ
(খ) আনুরাগ ঠাকুর
(গ) পিয়ুশ গোয়েল
(ঘ) নির্মলা সিতারামন
উত্তরঃ (খ) আনুরাগ ঠাকুর
প্রশ্নঃ ন্যাটোতে যোগদানের জন্য কোন দেশগুলো যৌথভাবে আবেদন জমা দেবে?
(ক) নরওয়ে
(খ) সুইডেন
(গ) ফিনল্যান্ড
(ঘ) সুইডেন ও ফিনল্যান্ড উভয়
উত্তরঃ (ঘ) সুইডেন ও ফিনল্যান্ড উভয়
প্রশ্নঃ সম্প্রতি নিচের কে মুম্বাইতে 2টি দেশীয়ভাবে তৈরি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ চালু করেছে?
(ক) আমিত শাহ
(খ) নরেন্দ্র মোদি
(গ) রাজনাথ সিং
(ঘ) রামনাথ কোভিন্দ
উত্তরঃ (গ) রাজনাথ সিং
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ