Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 17-05-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 17-05-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন দেশে যাবেন?

(ক) বাংলাদেশ

(খ) নেপাল

(গ) চিন

(ঘ) জাপান

উত্তরঃ (খ) নেপাল


প্রশ্নঃ কেন্দ্র গম সংগ্রহের মরসুম কত তারিখ পর্যন্ত বাড়াবে?

(ক) ৩১শে মে

(খ) ৩১শে জুলাই

(গ) ৩১শে আগস্ট

(ঘ) ৩১শে সেপ্টেম্বর

উত্তরঃ (ক) ৩১শে মে


প্রশ্নঃ বিজেপি সভাপতি জে পি নাড্ডা কতগুলি মিশন প্রধানদের সাথে মতবিনিময় করবেন?

(ক) ১৮

(খ) ১৬

(গ) ১৪

(ঘ) ১২

উত্তরঃ (গ) ১৪


প্রশ্নঃ সম্প্রতি পেশোয়ারে দুই শিখ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোন দেশ পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নথিভুক্ত করেছে?

(ক) কানাডা

(খ) ভারত

(গ) ইংল্যান্ড

(ঘ) ফ্রান্স

উত্তরঃ (খ) ভারত


প্রশ্নঃ ন্যাশনাল মিউজিয়াম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নয়া দিল্লির ন্যাটোনাল মিউজিয়ামে আন্তর্জাতিক জাদুঘর দিবস 2022 উদযাপন করবে?

(ক) ১৬-২০ই মে

(খ) ১৭-২১ই মে

(গ) ১৮-২২শে মে

(ঘ) ১৯-২৩শে মে

উত্তরঃ (ক) ১৬-২০ই মে


প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতি সাউলি নেইনিস্তো নিশ্চিত করেছেন যে দেশ ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করবে?

(ক) ফ্রান্স

(খ) ইউক্রেন

(গ) কানাডা

(ঘ) ফিনল্যান্ড

উত্তরঃ (ঘ) ফিনল্যান্ড


প্রশ্নঃ ভারত ________ থেকে যুব বিনিময় কর্মসূচি পুনরায় শুরু করে?

(ক) চিন

(খ) বাংলাদেশ

(গ) নেপাল

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (খ) বাংলাদেশ


প্রশ্নঃ পাকিস্তানের সামনে থেকে চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর ডিভিশন বরাদ্দ করা হয়েছে ___________?

(ক) ২

(খ) ৬

(গ) ৮

(ঘ) ৯

উত্তরঃ (খ) ৬


প্রশ্নঃ সম্প্রতি জাপানের ওকিনাওয়া কততম প্রত্যাবর্তন বার্ষিকী চিহ্নিত করেছে?

(ক) ২৮তম

(খ) ৪৪তম

(গ) ৫০তম

(ঘ) ৩৬তম

উত্তরঃ (গ) ৫০তম


প্রশ্নঃ __________ ইয়েমেন উপকূলে তেল ট্যাঙ্কারের হুমকি মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন?

(ক) ১২ মিলিয়ন ডলার

(খ) ২৮ মিলিয়ন ডলার

(গ) ৩৩ মিলিয়ন ডলার

(ঘ) ৫৪ মিলিয়ন ডলার

উত্তরঃ (গ) ৩৩ মিলিয়ন ডলার

                                        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close