Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ নতুন প্রধানমন্ত্রী রনিল উইকেমেসিংহে তার মন্ত্রিসভায় কতজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তরঃ (ঘ) চার
প্রশ্নঃ বিপ্লব কুমার দেব কোন্ রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন?
(ক) মিজোরাম
(খ) আসাম
(গ) ত্রিপুরা
(ঘ) সিক্কিম
উত্তরঃ (গ) ত্রিপুরা
প্রশ্নঃ উইলিয়ামসের সাথে ________ ম্যাচ জয়ের ধারার সমান?
(ক) ১২
(খ) ২৭
(গ) ১৮
(ঘ) ৩৬
উত্তরঃ (খ) ২৭
প্রশ্নঃ শেখ মোহাম্মদ বিন জায়েদ কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
(ক) কাতার
(খ) সংযুক্ত আরব আমিরেত
(গ) ইরান
(ঘ) কুয়েত
উত্তরঃ (খ) সংযুক্ত আরব আমিরেত
প্রশ্নঃ সামগ্রিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য সম্প্রতি কোন দেশ অবিলম্বে গম রপ্তানি নিষিদ্ধ করেছে?
(ক) চিন
(খ) ভারত
(গ) আমেরিকা
(ঘ) পাকিস্থান
উত্তরঃ (খ) ভারত
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ কোভিড-১৯-এর ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে AFC এশিয়ান কাপ 2023 হোস্টিং থেকে ফিরে এসেছে?
(ক) রাশিয়া
(খ) চিন
(গ) উত্তর কোরিয়া
(ঘ) জাপান
উত্তরঃ (খ) চিন
প্রশ্নঃ নিচের কোনটি ভারতের গম রপ্তানি বন্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করে?
(ক) G7
(খ) SCO
(গ) ASEAN
(ঘ) BRICS
উত্তরঃ (ক) G7
প্রশ্নঃ অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন, তার বয়স কত ছিল?
(ক) ৩৯
(খ) ৫২
(গ) ৪৬
(ঘ) ৭৫
উত্তরঃ (গ) ৪৬
প্রশ্নঃ সম্প্রতি কোন অভিনেতা কোভিড-১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন, কান পরিদর্শন করেছেন?
(ক) সালমান খান
(খ) অক্ষয় কুমার
(গ) আমির খান
(ঘ) আজয় দেবগন
উত্তরঃ (খ) অক্ষয় কুমার
প্রশ্নঃ ক্রমবর্ধমান ন্যাটো উত্তেজনার মধ্যে রাশিয়া কোন দেশে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করেছে?
(ক) নরওয়ে
(খ) ইউক্রেন
(গ) ফিনল্যান্ড
(ঘ) সুইডেন
উত্তরঃ (গ) ফিনল্যান্ড
Tags:
CurrentAffairs