Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ নিচের কে জ্যামাইকা এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন সফরে যায়?
(ক) আমিত শাহ
(খ) জিতেন্দ্র সিং
(গ) বেনকৈয়া নাইডু
(ঘ) রামনাথ কোভিন্দ
উত্তরঃ (ঘ) রামনাথ কোভিন্দ
প্রশ্নঃ ইউক্রেনে ভারতীয় দূতাবাস কিয়েভে কত তারিখ থেকে তার কার্যক্রম পুনরায় শুরু করবে?
(ক) ১৫ই মে
(খ) ১৬ই মে
(গ) ১৭ই মে
(ঘ) ১৮ই মে
উত্তরঃ (গ) ১৭ই মে
প্রশ্নঃ কততম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ (গ) তৃতীয়
প্রশ্নঃ কোন দেশের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন?
(ক) সংযুক্ত আরব আমিরেত
(খ) কাতার
(গ) সৌদি আরব
(ঘ) ওমান
উত্তরঃ (ক) সংযুক্ত আরব আমিরেত
প্রশ্নঃ SBI-এর Q4 মোট মুনাফা কত শতাংশ বেড়ে 9,114 কোটি টাকা?
(ক) ১৮%
(খ) ২৬%
(গ) ৫৩%
(ঘ) ৪১%
উত্তরঃ (ঘ) ৪১%
প্রশ্নঃ কোন দেশের আদালত প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে?
(ক) পাকিস্থান
(খ) কানাডা
(গ) শ্রীলঙ্কা
(ঘ) জাপান
উত্তরঃ (গ) শ্রীলঙ্কা
প্রশ্নঃ কোন দেশের প্রাক্তন সেনাপ্রধান মানি লন্ডারিং মামলায় জেলে ছিলেন?
(ক) পাকিস্থান
(খ) কাতার
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ঘ) বাংলাদেশ
প্রশ্নঃ চীন, রাশিয়া, পাকিস্তান কোথায় SCO-এর সন্ত্রাসবিরোধী বৈঠকে যোগ দেবে?
(ক) বেজিং
(খ) দিল্লি
(গ) ইসলামাবাদ
(ঘ) মস্কৌ
উত্তরঃ (খ) দিল্লি
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ জি 7 ইউক্রেনকে বিজয়ের আগ পর্যন্ত সমর্থনে 'দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ' বলেছে?
(ক) ফ্রান্স
(খ) চিন
(গ) ব্রাজিল
(ঘ) জার্মানি
উত্তরঃ (ক) ফ্রান্স
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী কোভিড -19 এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন?
(ক) কানাডা
(খ) নেপাল
(গ) নিউ জিল্যান্ড
(ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ (গ) নিউ জিল্যান্ড
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ