Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ রাষ্ট্রপতি _________কে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন?
(ক) বিনয় গুপ্তা
(খ) অনুজ বাজপায়ী
(গ) রাজিব কুমার
(ঘ) চেতন আহুজা
উত্তরঃ (গ) রাজিব কুমার
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী বলেছেন, আরও স্থিতিস্থাপক বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা আর্কিটেকচার তৈরি করতে WHO-কে অবশ্যই সংস্কার ও শক্তিশালী করতে হবে?
(ক) ইংল্যান্ড
(খ) ভারত
(গ) কানাডা
(ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ (খ) ভারত
প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদি কার্যত কোন্ রাজ্যে স্টার্টআপ নীতি চালু করবেন এবং স্টার্টআপ সম্প্রদায়কে সম্বোধন করবেন?
(ক) গুজরাট
(খ) মহারাষ্ট্র
(গ) তামিলনাড়ু
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (ঘ) মধ্যপ্রদেশ
প্রশ্নঃ কোন দেশের বিমান বাহিনী Su-30 MKI থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের বর্ধিত রেঞ্জ সংস্করণ সফলভাবে নিক্ষেপ করেছে?
(ক) ভারত
(খ) রাশিয়া
(গ) পাকিস্থান
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (ক) ভারত
প্রশ্নঃ রনিল বিক্রমাসিংহে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
(ক) নেপাল
(খ) বাংলাদেশ
(গ) শ্রীলঙ্কা
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (গ) শ্রীলঙ্কা
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের নেতারা 'বিনা বিলম্বে' ন্যাটোর সদস্যপদ পাওয়ার আহ্বান জানিয়েছেন?
(ক) নরওয়ে
(খ) ইউক্রেন
(গ) সুইডেন
(ঘ) ফিনল্যান্ড
উত্তরঃ (ঘ) ফিনল্যান্ড
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী সশস্ত্র বাহিনীর জন্য 2022 সালের বাসস্থানের স্কেল অনুমোদন করেছেন?
(ক) রাজনাথ সিং
(খ) আমিত শাহ
(গ) পিয়ুশ গোয়েল
(ঘ) জ্যোতির্দিয়া সিন্ধিয়া
উত্তরঃ (ক) রাজনাথ সিং
প্রশ্নঃ নিচের কোন মন্ত্রী দিল্লির চলচ্চিত্র নীতি চালু করবেন?
(ক) মনিশ সিসদিয়া
(খ) সত্যেন্দ্র কুমার জেইন
(গ) গোপাল রায়
(ঘ) ইমরান হুসেন
উত্তরঃ (ক) মনিশ সিসদিয়া
প্রশ্নঃ ভারত, পাকিস্তানসহ কটি দেশের মধ্যে ইউক্রেনের উপর UNHRC ভোটে বিরত ছিল?
(ক) ১০
(খ) ১৮
(গ) ১৬
(ঘ) ১২
উত্তরঃ (ঘ) ১২
প্রশ্নঃ EC 15 টি রাজ্যের 57 টি আসনের জন্য রাজ্যসভা নির্বাচনের ঘোষণা করেছে __________ তারিখে অনুষ্ঠিত হবে?
(ক) ১৮ই জুন
(খ) ১৬ই জুন
(গ) ১৩ই জুন
(ঘ) ১০ই জুন
উত্তরঃ (ঘ) ১০ই জুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ