Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ RailTel সারা দেশে কতগুলি রেলওয়ে স্টেশনগুলিতে PM-WANI ভিত্তিক তার Wi-Fi অ্যাক্সেস চালু করেছে?
(ক) ১৬০
(খ) ১০০
(গ) ১২০
(ঘ) ১৯০
উত্তরঃ (খ) ১০০
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে কোন দেশের প্রতিনিধি দল মেঘালয় সফর করছে?
(ক) নেপাল
(খ) ইন্দোনেশিয়া
(গ) বাংলাদেশ
(ঘ) মায়ানমার
উত্তরঃ (গ) বাংলাদেশ
প্রশ্নঃ কত তারিখ থেকে উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির অনুষ্ঠিত হবে?
(ক) ১২ থেকে ১৪ই মে
(খ) ১৩ থেকে ১৫ই মে
(গ) ১৪ থেকে ১৬ই মে
(ঘ) ১৫ থেকে ১৭ই মে
উত্তরঃ (খ) ১৩ থেকে ১৫ই মে
প্রশ্নঃ পিএম মোদি কার্যত মধ্যপ্রদেশ স্টার্টআপ নীতি কত তারিখ থেকে চালু করবেন?
(ক) ১৩ই মে
(খ) ১৪ই মে
(গ) ১৫ই মে
(ঘ) ১৬ই মে
উত্তরঃ (ক) ১৩ই মে
প্রশ্নঃ নিহত ফটোসাংবাদিক ড্যানিশ সিদ্দিকী ________ ভারতীয়দের মধ্যে পুলিৎজার পুরস্কারে সম্মানিত?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তরঃ (ঘ) ৪
প্রশ্নঃ জাপান এবং কোন্ দেশের মধ্যে 6.3 ঝাঁকুনি পরিমাপের ভূমিকম্প?
(ক) তাইওয়ান
(খ) দক্ষিণ কোরিয়া
(গ) রাশিয়া
(ঘ) উত্তর কোরিয়া
উত্তরঃ (ক) তাইওয়ান
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ শ্রমিকদের জন্য বেকারত্ব বীমা ঘোষণা করেছে?
(ক) ফ্রান্স
(খ) পাকিস্থান
(গ) সুদান
(ঘ) সংযুক্ত আরব আমিরেত
উত্তরঃ (ঘ) সংযুক্ত আরব আমিরেত
প্রশ্নঃ ভারতের সাথে সম্পর্ক বাড়াতে অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে কোন দেশ 1500 কোটি টাকা বিনিয়োগ করবে?
(ক) নিউ জিল্যান্ড
(খ) সুইডেন
(গ) দক্ষিন আফ্রিকা
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (ঘ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ বিগ ব্রিজ চ্যাম্পিয়নশিপ কোন সিটি হোস্ট করবে?
(ক) দিল্লি
(খ) মুম্বাই
(গ) লখনৌ
(ঘ) কলকাতা
উত্তরঃ (ঘ) কলকাতা
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রীর মতে পরবর্তী আদমশুমারি 100% নির্ভুলতার সাথে সম্পূর্ণ ডিজিটাল হবে?
(ক) নির্মলা সিতারামন
(খ) পিয়ুশ গোয়েল
(গ) আমিত শাহ
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (গ) আমিত শাহ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ