Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 10-05-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী চীন সীমান্তের কাছে রাস্তার দ্রুত কাজ করার কথা বলেছেন?

(ক) আমিত শাহ

(খ) রাজনাথ সিং

(গ) পিয়ুশ গোয়েল

(ঘ) জিতেন্দ্র সিং

উত্তরঃ (খ) রাজনাথ সিং


প্রশ্নঃ বিজয় দিবসের প্যারেড কোন দেশে অনুষ্ঠিত হবে?

(ক) চিন

(খ) রাশিয়া

(গ) স্পেন

(ঘ) আমেরিকা

উত্তরঃ (খ) রাশিয়া


প্রশ্নঃ কোন রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চালু করবেন?

(ক) রাজস্থান

(খ) বিহার

(গ) আসাম

(ঘ) উড়িষ্যা

উত্তরঃ (গ) আসাম


প্রশ্নঃ কোন দেশের প্রেসিডেন্ট তেহরানে ইরানের নেতার সাথে দেখা করেন?

(ক) সিরিয়া

(খ) তুর্কী

(গ) মিশর

(ঘ) সুদান

উত্তরঃ (ক) সিরিয়া


প্রশ্নঃ পাকিস্তানের গোয়াদরে শুধুমাত্র কয়টি CPEC প্রকল্প সম্পন্ন হয়েছে?

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

উত্তরঃ (গ) ৩টি


প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতি আরিফ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন?

(ক) ব্রুনেই

(খ) পাকিস্থান

(গ) জার্মানি

(ঘ) বোস্তবানা

উত্তরঃ (খ) পাকিস্থান


প্রশ্নঃ সম্প্রতি নিচের কোনটি আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছে?

(ক) Novak Djokovic

(খ) Rafael Nadal

(গ) Roger Federer

(ঘ) Carlos Alcaraz

উত্তরঃ (ঘ) Carlos Alcaraz


প্রশ্নঃ প্রখ্যাত ওড়িয়া সাহিত্যিক রজত কুমার কর _________ বছর বয়সে মারা যান?

(ক) ৬১ বছর

(খ) ৭২ বছর

(গ) ৮৮ বছর

(ঘ) ৯৩ বছর

উত্তরঃ (গ) ৮৮ বছর


প্রশ্নঃ আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন জুনিয়র বিশ্বকাপ কোন দেশে শুরু হবে?

(ক) চিন

(খ) ফ্রান্স

(গ) জার্মানি

(ঘ) জাপান

উত্তরঃ (গ) জার্মানি


প্রশ্নঃ G7 দেশগুলি কোন দেশের তেল আমদানি বন্ধ করার অঙ্গীকার করেছে?

(ক) চিন

(খ) সৌদি আরব

(গ) কানাডা

(ঘ) রাশিয়া

উত্তরঃ (ঘ) রাশিয়া


                                 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন