Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 07-05-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 07-05-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ নিচের কোনটি জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের JITO Connect 2022-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবে?

(ক) নরেন্দ্র মোদি

(খ) রাজনাথ সিং

(গ) আমিত শাহ

(ঘ) জিতেন্দ্র সিং

উত্তরঃ (ক) নরেন্দ্র মোদি

 

প্রশ্নঃ বিএসএফ কর্মীদের সাথে আলাপ করতে পশ্চিমবঙ্গের তিন বিঘার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিচের কাকে যেতে হবে?

(ক) পিয়ুশ গোয়েল

(খ) আমিত শাহ

(গ) নির্মিলা সিতারামন

(ঘ) নরেন্দ্র মোদি

উত্তরঃ (খ) আমিত শাহ


প্রশ্নঃ ন্যাশনাল সাগরমালা এপেক্স কমিটির বৈঠক কোন জায়গায় হবে?

(ক) দিল্লি

(খ) হাইদ্রাবাদ

(গ) মুম্বাই

(ঘ) বেঙ্গালুরু

উত্তরঃ (ক) দিল্লি


প্রশ্নঃ রাশিয়ার উদ্বেগের মধ্যে যুক্তরাজ্য এবং কোন দেশ সামরিক চুক্তি স্বাক্ষর করেছে?

(ক) ফ্রান্স

(খ) ইউক্রেন

(গ) আমেরিকা

(ঘ) জাপান

উত্তরঃ (ঘ) জাপান


প্রশ্নঃ কোন রাজ্যে ডাঃ মান্ডাভিয়া 3 দিনের স্বাস্থ্য চিন্তন শিবির-স্বাস্থ্য সম্মেলন উদ্বোধন করেন?

(ক) তামিল নাড়ু

(খ) মহারাষ্ট্র

(গ) উড়িষ্যা

(ঘ) গুজরাট

উত্তরঃ (ঘ) গুজরাট


প্রশ্নঃ মিশন রেল কর্মযোগীর অধীনে ________ ফ্রন্টলাইন রেলওয়ে স্টাফ প্রশিক্ষিত?

(ক) ২৬০০০

(খ) ১৩০০০

(গ) ৩৮০০০

(ঘ) ৫১০০০

উত্তরঃ (ঘ) ৫১০০০


প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য সরকার বিনামূল্যে WI-FI সুবিধা ঘোষণা করেছে?

(ক) হরিয়ানা

(খ) তামিল নাড়ু

(গ) উত্তর প্রদেশ

(ঘ) মহারাষ্ট্র

উত্তরঃ (গ) উত্তর প্রদেশ


প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জৈব কৃষকদের জন্য সরাসরি বেনিফিট ট্রান্সফার চালু করেছেন?

(ক) ঝাড়খণ্ড

(খ) মনিপুর

(গ) হরিয়ানা

(ঘ) উড়িষ্যা

উত্তরঃ (খ) মনিপুর


প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদি 15 আগস্ট ________ ডিজিটাল ব্যাঙ্ক চালু করতে পারেন?

(ক) ৬০

(খ) ৬৫

(গ) ৭০

(ঘ) ৭৫

উত্তরঃ (ঘ) ৭৫


প্রশ্নঃ রেলওয়ে _________ বৈদ্যুতিক ইঞ্জিনের জন্য 30000 কোটি টাকার টেন্ডার পাঠায়?

(ক) ৫০০

(খ) ৮০০

(গ) ৩০০

(ঘ) ৬০০

উত্তরঃ (খ) ৮০০

                                          

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close