Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন নিচের কোনটি?
(ক) আমিত শাহ
(খ) নরেন্দ্র মোদি
(গ) পিয়ুশ গোয়েল
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ স্টার9 মোবিলিটি প্রাইভেট লিমিটেড পবন হংস লিমিটেডের কত শতাংশ সরকারি শেয়ার কিনবে?
(ক) ৪৯%
(খ) ৬০%
(গ) ৫১%
(ঘ) ৭৫%
উত্তরঃ (গ) ৫১%
প্রশ্নঃ সম্প্রতি নিচের কে নতুন দিল্লিতে শিখ প্রতিনিধিদলের সাথে দেখা করেছে?
(ক) রাজনাথ সিং
(খ) পিয়ুশ গোয়েল
(গ) আমিত শাহ
(ঘ) নরেন্দ্র মোদি
উত্তরঃ (ঘ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ সম্প্রতি EAM এস জয়শঙ্কর কোন দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন?
(ক) শ্রীলঙ্কা
(খ) ভুটান
(গ) কানাডা
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (খ) ভুটান
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী কোচিন শিপইয়ার্ড লিমিটেডের সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করেন?
(ক) রাজনাথ সিং
(খ) জিতেন্দ্র সিং
(গ) নির্মলা সিতারামন
(ঘ) সর্বানন্দা সোনোওয়াল
উত্তরঃ (ঘ) সর্বানন্দা সোনোওয়াল
প্রশ্নঃ বিএসএফ কোন্ পাক সীমান্তে 'মেড ইন চায়না' ড্রোন ভূপাতিত করেছে?
(ক) অমরিতসার
(খ) বীকানের
(গ) জয়শালমির
(ঘ) ফিরোজপুর
উত্তরঃ (ক) অমরিতসার
প্রশ্নঃ সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মহারাষ্ট্র
(গ) ঝাড়খণ্ড
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ জাপান কোয়াড নেতাদের বৈঠকের জন্য ________ প্রস্তাব করেছে?
(ক) ২৩শে মে
(খ) ২৪শে মে
(গ) ২৫শে মে
(ঘ) ২৬শে মে
উত্তরঃ (খ) ২৪শে মে
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কোন আইপিএল দল ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে?
(ক) মুম্বাই ইন্ডিয়ান্স
(খ) কলকাতা নাইট রাইডারস
(গ) দিল্লি ক্যাপিটাল
(ঘ) চেন্নাই সুপার কিং
উত্তরঃ (খ) কলকাতা নাইট রাইডারস
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ কোভিড 5ম তরঙ্গের ক্ষেত্রে কেস বাড়ার সাথে সাথে সতর্ক করেছে?
(ক) জাপান
(খ) চিন
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ (ঘ) দক্ষিণ আফ্রিকা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ