নবম শ্রেণি
বাংলা
প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য
ক্লাস টেস্ট
মডেল অ্যাক্টিবিটি - ২
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ "আম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ" - 'কবিকঙ্কণ' উপাধিটি প্রদান করেছিলেন -
(ক) কৃষ্ণচন্দ্র রায়
(খ) বাঁকুড়া রায়
(গ) রঘুনাথ রায়
(ঘ) জগন্নাথ রায়
উত্তরঃ (গ) রঘুনাথ রায়
১.২ "সেও তো পাপ" - পাপ কাজটি হল -
(ক) কিরবিজদের পশু চুরি করা
(খ) মজুরদের কম খেতে দেওয়া
(গ) মজুরদের ওপর কড়া নজর রাখা
(ঘ) অতিথিদের যত্ন না করা
উত্তরঃ (গ) মজুরদের ওপর কড়া নজর রাখা
১.৩ চিন্তামগ্ন শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন -
(ক) কণ্ব মুনি
(খ) বিশ্বামিত্র মুনি
(গ) দুর্বাসা মুনি
(ঘ) অষ্টবক্র মুনি
উত্তরঃ (গ) দুর্বাসা মুনি
১.৪ প্রোফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন -
(ক) ১ জানুয়ারি
(খ) ১২ জানুয়ারি
(গ) ১৩ জানুয়ারি
(ঘ) ২১ জানুয়ারি
উত্তরঃ (খ) ১২ জানুয়ারি
১.৫ 'কুচ্ছিত' শব্দটি ধ্বনি পরিবর্তনের যে সূত্রটি অনুসৃত হয়েছে তা হল -
(ক) স্বরসঙ্গতি
(খ) সমীকরণ
(গ) প্রগত সমীভবন
(ঘ) স্বরভক্তি
উত্তরঃ (খ) সমীকরণ
১.৬ একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হল -
(ক) 'ল্'
(খ) 'ড়'
(গ) 'শ্'
(ঘ) 'প্'
উত্তরঃ (ক) 'ল্'
১.৭ আ + চর্য = আশ্চর্য - এটি -
(ক) শুদ্ধ স্বরধ্বনির উদাহরণ
(খ) শুদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ
(গ) নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
(ঘ) স্বরভক্তির উদাহরণ
উত্তরঃ (গ) নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
২। কম-বেশি ১৫টি শব্দে নীচের সাতটি প্রশ্নের উত্তর দাওঃ
২.১ "তারপর ভাঁটার শোষণ" কী করে?
উত্তরঃ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে।
২.২ 'দাম' গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তরঃ তারকানাথ গঙ্গোপাধ্যায়
২.৩ দ্বিতীয় রক্ষী জেলেকে কীভাবে শাস্তি দেওয়া হবে বলে ভেবেছিল?
উত্তরঃ তাকে হয় শকুন দিয়ে খাওয়ানো হবে নাহয় কুকুর দিয়ে খাওয়ানো হবে।
২.৪ "খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খট্কা লাগল।" - কোন্ খাতাটা?
উত্তরঃ সুন্দরবনের আখারিয়া অঞ্চলে উল্কাপাতের ফলে যে গর্ত হয়েছিল সেই গর্তে প্রাপ্ত খাতাটা।
২.৫ অল্পপ্রাণ বর্ণ কাকে বলে?
উত্তরঃ যে সব বর্ণ উচ্চারণে অল্প শ্বাসবায়ু নির্গত হয়, তাকে অল্পপ্রাণ বর্ণ বলে। যেমন - ক, চ, ট, ইত্যাদি।
২.৬ 'অপিনিহিতি' কোন্ উপভাষার লক্ষণ?
উত্তরঃ বাঙ্গালী উপভাষার লক্ষণ।
২.৭ সমীভবন কয় প্রকার, প্রত্যেক প্রকারের উয়াদাহরণ দাও।
উত্তরঃ তিন প্রকার প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন।
২.৮ "ছবিটা যা ফুটল, তা খুব উজ্জ্বল নয়"। - সন্ধিবদ্ধ পদটির সন্ধি বিচ্ছেদ করো।
উত্তরঃ উজ্জ্বল = উৎ+জ্বল
Hou Do you
উত্তরমুছুন