Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ভারতের পঞ্চায়েত ব্যাবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কত তম সংশোধনে?
(ক) 72
(খ) 73
(গ) 70
(ঘ) 68
উত্তরঃ (খ) 73
প্রশ্নঃ অলিম্পিক পতাকায় এশিয়া র রিং এর রঙ কী?
(ক) লাল
(খ) হলুদ
(গ) সবুজ
(ঘ) নীল
উত্তরঃ (খ) হলুদ
প্রশ্নঃ "বাদশাহ-নামা" গ্রন্থটি রচনা করেন? -
(ক) শাহজাহান
(খ) আব্দুল হামিদ লাহোরী
(গ) ফৈজী
(ঘ) আমীর খসরু
উত্তরঃ (খ) আব্দুল হামিদ লাহোরী
প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তোলেন? -
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) স্কন্দগুপ্ত
(গ) প্রথম কুমারগুপ্ত
(ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ (গ) প্রথম কুমারগুপ্ত
প্রশ্নঃ হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? -
(ক) হর্ষবর্ধন
(খ) প্রথমচন্দ্রগুপ্ত
(গ) কনিষ্ক
(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তরঃ (ক) হর্ষবর্ধন
প্রশ্নঃ গঙ্গার প্রধান উপনদীর নাম কী? -
(ক) তিস্তা
(খ) জলঢাকা
(গ) তোরসা
(ঘ) যমুনা
উত্তরঃ (ঘ) যমুনা
প্রশ্নঃ জীবনের ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে কোন প্রকার বিভাজনে? -
(ক) মিয়োসিস
(খ) অ্যামাইটসিস
(গ) মাইটোসিস
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) মাইটোসিস
প্রশ্নঃ পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয় ?
(ক) ম্যানচেস্টার
(খ) শিকাগো
(গ) প্যারিস
(ঘ) ডর্টমুন্ড
উত্তরঃ (খ) শিকাগো
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? -
(ক) হিন্দি
(খ) পালি
(গ) সংস্কৃত
(ঘ) বাংলা
উত্তরঃ (খ) পালি
প্রশ্নঃ কোন্ সুলতানকে "বাংলার আকবর" বলা হয়? -
(ক) নাসির উদ্দিন
(খ) বখতিয়ার খিলজি
(গ) জয়নুল আবেদিন
(ঘ) সুলতান হুসেন শাহ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ