Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সম্প্রতি কোন শহরে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2022 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী?
(ক) দিল্লি
(খ) কলকাতা
(গ) মুম্বাই
(ঘ) বেঙ্গালুরু
উত্তরঃ (ঘ) বেঙ্গালুরু
প্রশ্নঃ নিচের কোনটি সুরাটে গুজরাটে গ্লোবাল পাটিদার বিজনেস সামিট (GPBS) উদ্বোধন করবেন?
(ক) আমিত শাহ
(খ) নরেন্দ্র মোদি
(গ) পিয়ুশ গোয়েল
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের ম্যান্ডেট ডকুমেন্ট চালু করবেন?
(ক) রাজনাথ সিং
(খ) ধর্মেন্দ্র প্রধান
(গ) আমিত শাহ
(ঘ) নির্মলা সিতারামন
উত্তরঃ (খ) ধর্মেন্দ্র প্রধান
প্রশ্নঃ Moderna 6 বছরের কম বয়সী শিশুদের জন্য কোভিড -19 টিকা অনুমোদন করার জন্য কোন দেশকে জিজ্ঞাসা করেছে?
(ক) চিন
(খ) কানাডা
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ প্রবীণ অভিনেতা কেনেথ সাং কোভিড কোয়ারেন্টাইন হোটেলে মারা যান, তিনি নিচের কোনটির অন্তর্গত?
(ক) অস্ট্রেলিয়া
(খ) নাইজেরিয়া
(গ) কাতার
(ঘ) হং কং
উত্তরঃ (ঘ) হং কং
প্রশ্নঃ উত্তর পূর্ব আঞ্চলিক ক্রীড়া সপ্তাহ কোন রাজ্যে শুরু হয়েছে?
(ক) মণিপুর
(খ) নাগাল্যান্ড
(গ) আসাম
(ঘ) মিজোরাম
উত্তরঃ (ক) মণিপুর
প্রশ্নঃ প্রবীণ অভিনেতা সেলিম ঘাউস ________ বছর বয়সে মারা গেছেন?
(ক) ৫৮ বছর
(খ) ৭০ বছর
(গ) ৪৪ বছর
(ঘ) ৮৩ বছর
উত্তরঃ (খ) ৭০ বছর
প্রশ্নঃ সম্প্রতি কোন শ্রীলঙ্কার ক্রিকেটার শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মধ্যে ওষুধের জন্য ভারতের কাছে অনুরোধ করেছেন?
(ক) সানাত জয়সুর্য
(খ) অর্জুন রানতিংঙ্গা
(গ) মহেলা জয়বর্ধন
(ঘ) চমিন্ডা ভাস
উত্তরঃ (ক) সানাত জয়সুর্য
প্রশ্নঃ নিচের কোনটি উত্তর-পূর্ব থেকে AFSPA প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়?
(ক) আমিত শাহ
(খ) নরেন্দ্র মোদি
(গ) রাজনাথ সিং
(ঘ) জিতেন্দ্র সিং
উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ বন্দে ভারত ট্রেনের যন্ত্রাংশ যুদ্ধবিধ্বস্ত কোন দেশে আটকে আছে?
(ক) রাশিয়া
(খ) তুর্কী
(গ) ইউক্রেন
(ঘ) সুদান
উত্তরঃ (গ) ইউক্রেন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ