Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ মন্ত্রিসভা জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে কত ওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে?
(ক) ১৮০ মেগাওয়াট
(খ) ৭৫০ মেগাওয়াট
(গ) ৩০০ মেগাওয়াট
(ঘ) ৫৪০ মেগাওয়াট
উত্তরঃ (ঘ) ৫৪০ মেগাওয়াট
প্রশ্নঃ EAM এস জয়শঙ্কর কোন দেশে 3 দিনের সফরে যাচ্ছেন?
(ক) বাংলাদেশ
(খ) ভুটান
(গ) নেপাল
(ঘ) বাংলাদেশ ও ভুটান উভয়ই
উত্তরঃ (ঘ) বাংলাদেশ ও ভুটান উভয়ই
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি কোভিড অ্যান্টিভাইরাল পিলের প্রাপ্যতা প্রসারিত করেছেন?
(ক) ফ্রান্স
(খ) ইংল্যান্ড
(গ)চিন
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশটি তার স্থগিতাদেশে ভোটের আগে জাতিসংঘের পর্যটন সংস্থা থেকে প্রত্যাহার করেছে?
(ক) চিন
(খ) ভারত
(গ) রাশিয়া
(ঘ) তুর্কী
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ কেন্দ্র 2020-21-এর জন্য রাজ্যগুলিকে কত রুপি GST ক্ষতিপূরণ প্রকাশ করেছে?
(ক) ২.৭৮ লক্ষ কোটি
(খ) ১.৯৫ লক্ষ কোটি
(গ) ৪.৪৩ লক্ষ কোটি
(ঘ) ৩.৪১ লক্ষ কোটি
উত্তরঃ (ক) ২.৭৮ লক্ষ কোটি
প্রশ্নঃ 2013-14 সালের তুলনায় 2021-22 সালে ভারতীয় রাসায়নিকের রপ্তানি কত বৃদ্ধি পেয়েছে?
(ক) ১১০%
(খ) ১০১%
(গ) ১০৮%
(ঘ) ১০৬%
উত্তরঃ (ঘ) ১০৬%
প্রশ্নঃ আগামী মাসে জাপানে কোয়াড সামিটে কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করবেন?
(ক) চিন
(খ) ফ্রান্স
(গ) আমেরিকা
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) আমেরিকা
প্রশ্নঃ প্রাক্তন IL&FS চেয়ারম্যান রবি পার্থসারথি কত বছর বয়সে চলে গেলেন?
(ক) ৫৮ বছর
(খ) ৭০ বছর
(গ) ৬৪ বছর
(ঘ) ৮০ বছর
উত্তরঃ (খ) ৭০ বছর
প্রশ্নঃ ___________ থেকে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী?
(ক) ১লা - ৩রা মে
(খ) ২রা - ৪ঠা মে
(গ) ৩রা - ৫ই মে
(ঘ) ৪ঠা - ৬ই মে
উত্তরঃ (খ) ২রা - ৪ঠা মে
প্রশ্নঃ কোন রাজ্যে শান্তি, ঐক্য ও উন্নয়ন সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী?
(ক) উড়িষ্যা
(খ) আসাম
(গ) গোয়া
(ঘ) কেরালা
উত্তরঃ (খ) আসাম
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ